Advertisement
Advertisement

Breaking News

‘জওয়ান’ ফিভার! শাহরুখের আলিঙ্গন পেতে অপেক্ষা করতে হল সলমনকেও, ভাইরাল ভিডিও

ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের গণেশ পুজোয়।

Salman Khan waits to hug Shah Rukh, see video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 26, 2023 5:51 pm
  • Updated:September 26, 2023 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসের ট্রেন্ড যা বলছে তাতে শাহরুখের প্রতিপক্ষ শাহরুখই। হ্যাঁ, সর্বোচ্চ আয়ের নিরিখে তৈরি সিনেমার তালিকায় ‘পাঠান’-এর ঠিক পরেই এখন ‘জওয়ান’-এর স্থান। ভারতের বাজারে আবার ‘জওয়ান’ ১৮ দিনে যা আয় করেছে তাতে ‘পাঠান’-এর রেকর্ড ভেঙে দিয়েছে। এমন পরিস্থিতিতে শাহরুখের (Shah Rukh Khan) দাপট এমন খোদ সলমন খানকেও তাঁকে আলিঙ্গন করার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে।

Shah-Rukh-Salman

Advertisement

ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের গণেশ পুজোয়। শাহরুখ আর সলমন দু’জনেই গিয়েছিলেন সেখানে। সলমনের সঙ্গে ছিলেন ভগ্নীপতি আয়ুষ শর্মা। ‘জওয়ান’, ‘টাইগার’কে একসঙ্গে পেয়ে ঘিরে ধরেছিলেন বাকিরাও। এমন পরিস্থিতিতেই সলমনকে জড়িয়ে ধরার জন্য কাঁধে হাত রাখেন শাহরুখ। সলমনও এগিয়ে যাচ্ছিলেন। আচমকা আয়ুষকে দেখতে পান শাহরুখ। তাঁকে কাছে টেনে আলিঙ্গন করেন। একে একে বাকিদেরও আলিঙ্গন করতে থাকেন। আর সলমন অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Snehkumar Zala (@snehzala)

[আরও পড়ুন: ‘মিমি পোলাও-খাসির মাংসর মতো, হজম করতে জানতে হবে’, মন্তব্য আবিরের, ভিক্টরের কী মত?]

এদিকে ‘জওয়ান’ ঝড়ের মধ্যেই ‘টাইগার ৩’ (Tiger 3) সিনেমার টিজার প্রকাশ পাবে। শোনা গিয়েছে, বুধবার সকাল এগারোটা নাগাদ এই টিজার প্রকাশ্যে আসবে। চলতি বছরের দিওয়ালিতেই মুক্তি পেতে চলেছে সলমনের বহু প্রতীক্ষিত এই ছবি। নায়িকা হিসেবে থাকছেন ক্যাটরিনা কাইফ। শোনা গিয়েছে, সলমনের নতুন টাইগারেও নাকি দেখা যাবে শাহরুখকে। ‘পাঠান’ ছবিতেও এমন ইঙ্গিত মিলেছিল।

Shah Rukh Khan, Salman Khan fans get into fight, police intervene

এদিকে ‘কিসি কা ভাই কিসি কি জান’ বক্স অফিসে আশাহতই করেছে। এমন পরিস্থিতিতে সলমনের পাখির চোখ ‘টাইগার ৩’। কিছুদিন আগেই সলমন স্বীকার করেছিলেন, বলিউডের সাফল্যের গণ্ডি আর ১০০ কোটিতে সীমাবদ্ধ নেই। তা এখন ৫০০, ১০০০ কোটি পর্যন্ত পৌঁছে গিয়েছে।

[আরও পড়ুন: রাঘব চাড্ডার সঙ্গে ভাঙড়া নাচলেন অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রীর ভিডিও দেখে শোরগোল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement