Advertisement
Advertisement

Breaking News

সলমন

‘বাবা নজরুল ইসলামের ভক্ত’, ঢাকায় গিয়ে আবেগে ভাসলেন সলমন

বাংলা ভাষায় ভাইজানের কথা শুনে আপ্লুত ঢাকাবাসী।

Salman Khan visits Bangladesh praises poet Nazrul Islam
Published by: Bishakha Pal
  • Posted:December 9, 2019 3:14 pm
  • Updated:December 9, 2019 7:59 pm  

সুকুমার সরকার, ঢাকা: ‘দিওয়ার’, ‘শোলে’, ‘ডন’, ‘মিস্টার ইন্ডিয়া’… চিত্রনাট্যকার হিসেবে সেলিম খানের ঝুলিতে রয়েছে এমন অনেক ছবি। এমন এক সফল চিত্রনাট্যকার কিন্তু বাঙালি এক কবির ভক্ত। তিনি কাজী নজরুল ইসলাম। সম্প্রতি সলমন খান ফাঁস করেছেন সেই তথ্য। ঢাকায় একটি অনুষ্ঠানে এসেছিলেন ভাইজান। সেখানে তিনি বলেন, ‘আমি আসার আগে বাবাকে যখন বললাম বাংলাদেশ যাচ্ছি, তখন বাবা আমাকে বললেন, আমি যেন স্টেজে একজন মানুষের নাম অবশ্যই বলি। তিনি কবি কাজী নজরুল ইসলাম। আমার বাবা তাঁর অনেক বড় একজন ভক্ত। নজরুল ইসলামের অনেক কবিতা আমার বাবা পড়েছেন।’ 

রবিবার রাতে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের পারফরম্যান্স শেষে মঞ্চে দাঁড়িয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন সলমন খান। এর আগে, সন্ধ্যায় ৬টা ৫৫মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পারফরম্যান্স শেষে সলমন খান দর্শকদের উদ্দেশে বাংলায় বলেন, ‘কেমন আছেন? আমি বাংলাদেশকে খুব ভালোবাসি।’

Advertisement

[ আরও পড়ুন: মেয়েকে কী শেখাবেন? এই প্রশ্নের জবাব দিয়েই মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার সুন্দরী ]

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন বলিউড সুপারস্টার। বলেন, ‘শেখ হাসিনা নামটাই শুধু সুন্দর নয়, তিনি নামের মতোই মন থেকেও সুন্দর। দেখতেও সুন্দর। পুরো বাংলাদেশের মানুষ শেখ হাসিনাজিকে অনেক ভালোবাসেন বলেই তিনি তিন বার প্রধানমন্ত্রী হয়েছেন। আমরাও আপনাকে ভালোবাসি।’ সলমনের মুখে এমন স্বভঙ্গিমায় প্রশংসা শুনে গ্যালারিতে বসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হাসতে থাকেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে সলমন খান ও ক্যাটরিনা কাইফ। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সলমন খান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা জন্মশতবার্ষিকী। তিনি বাংলাদেশ সৃষ্টি করেছেন। তিনি বাংলাদেশের জাতির পিতা। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানজিকে ভালোবাসি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমি সকল দেশবাসীকে স্বাগত জানাই।’ এরপর ক্যাটরিনা ও সলমন বলেন, কোটি বাঙালির প্রাণের স্লোগান, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আয়োজিত অনুষ্ঠানের সফলতা কামনা করেন সালমান ও ক্যাটরিনা। এর আগে মঞ্চ মাতান সনু নিগম, কৈলাশ খের ও জেমস।

[ আরও পড়ুন: ২৮ দিন পর বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর, অনুরাগীদের জন্য আবেগঘন পোস্ট সুর সম্রাজ্ঞীর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement