Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

বক্স অফিস সংঘাত ভুলে অজয়ের ছবির টিজার শেয়ার করলেন খোদ সলমন, মিস করবেন না!

অজয়কে এবারের ইদের বক্স অফিস ছেড়ে দিলেন সলমন!

Salman Khan unveils Ajay Devgn's Runway 34 teaser | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 15, 2022 3:09 pm
  • Updated:March 15, 2022 3:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের বক্স অফিস বরাবরই নিজের হাতের মুঠোয় রেখে দেন সলমন খান (Salman Khan)। ইদ তাঁর কাছে খুবই লাকি। অন্তত, সলমনের গত কয়েকটি ছবির মুক্তি ও ব্যবসা হিসেব করলে, ইদের ম্যাজিক লক্ষ্য করা যায়। তাই তো সলমন খান মুখিয়ে থাকেন নতুন ছবি ইদেই মুক্তি দিতে। তবে এবারটি একটু নিয়মটা পালটে ফেললেন সলমন। এবারে ইদে নয়, বরং সলমন-ক্যাটরিনার ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে ইদের বেশ কিছুদিন আগে। তবে ছবি মুক্তি না পেলেও, ইদের জনপ্রিয়তাকে নিজেরে পকেটে নেওয়ার সুযোগ কিন্তু মিস করলেন না সলমন। টুক করে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করে ফেললেন অজয় দেবগণ (Ajay Devgan) ও অমিতাভ বচ্চনের ছবি ‘রানওয়ে ৩৪’ (Runway 34) এর টিজার। আর এই টিজার শেয়ার করে সলমন লিখলেন, ‘অজয়কে ইদের উপহার’। সলমনের এই সৌজন্য দেখে আপ্লুচত তাঁর অনুরাগীরা। 

অজয়ের ছবির টিজার শেয়ার করে সলমন পোস্টে লিখলেন, ‘এবার ইদে আমার কোনও ছবির মুক্তি নেই। তা বলে কি ইদে কোনও ছবি মুক্তি পাবে না। তাই আমার ভাইকে এবারের ইদ ছেড়ে দিলাম। এটাই অজয়কে ইদের উপহার।’

Advertisement

[আরও পড়ুন: তিন সন্তানকে সঙ্গে নিয়ে ফের ছাদনাতলায় গায়িকা কণিকা কাপুর! জানেন পাত্র কে? ]

অজয় দেবগন ও অমিতাভ বচ্চনের ‘রানওয়ে ৩৪’ ছবি নিয়ে বহুদিন ধরেই উত্তেজনা রয়েছে বলিউডে। এই ছবিতে পাইলটের চরিত্রে দেখা যাবে অজয়কে। ছবিতে রয়েছেন রাকুল প্রীত সিংও। অজয় জানিয়েছেন, ‘এরকম থ্রিলার বলিউড আগে দেখেনি’। ছবিটি মুক্তি পাবে ২৯ এপ্রিল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

[আরও পড়ুন: বলিউডে পা রাখছেন ছেলে, কিরণের থেকেই পেলেন সেরা উপহার, জন্মদিনে অকপট আমির]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement