Advertisement
Advertisement
Salman Khan

‘পরিশ্রম করো, পরিবারকে নিয়ে সিনেমা দেখতে পারবে!’, ভক্তদের উপদেশ সলমনের

২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান'।

Salman Khan tweet on kisi ka bhai kisi ki jaan| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 18, 2023 10:11 am
  • Updated:April 18, 2023 10:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সলমন খানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। আর তা নিয়েই বেশ উত্তেজিত বলিউডের দাবাং খান। তাই তো রোজই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করছেন। ছবি নিয়ে নানা কিছু লিখলেন। তবে এবার সলমন আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। বরং সোজা তাঁর ভক্তদের বলে উঠলেন, কাজ করো, চুপচাপ বসে থেকো না!

[আরও পড়ুন: ‘স্বস্তিকার ফ্যানদের নাম করে ভয় দেখিয়েছেন পরিচালক’, বিস্ফোরক ‘শিবপুর’ ছবির প্রযোজক ]

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সলমন টুইটারে নতুন একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে সাদা শার্ট ও কালো টাই পরে রয়েছেন। সেই ছবি পোস্ট করেই সলমন লিখলেন, ”কাজের থেকে ভাল কিছু হয় না। তাই কাজ করে যাও। চুপ চাপ বসে থেকো না। আর মাত্র ৪ দিন বাকি। পরিশ্রম না করলে পরিবারকে সিনেমা দেখাবে কি করে। অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। টিকিট করে বুকিং বন্ধ করে দাও।”

Advertisement

ইদের বক্স অফিসকে একেবারে পকেটে পুরতে হাজির বলিউডের ভাইজান সলমন খান। কাঁধ লম্বা চুল, দাবাং স্টাইল, সলমন একেবারে অ্যাকশন অবতারে। কখনও এক ঘুঁষি ভেঙে ফেলছেন বাড়ির দেওয়াল, কখনও এক লাথিতে উড়িয়ে দিচ্ছে খলনায়ককে। চলন্ত মেট্রো রেলে ধুন্ধুমার অ্য়াকশন থেকে নায়িকার সঙ্গে মিষ্টি প্রেম। ভায়ালেন্স থেকে রোম্য়ান্স সলমনের কিসি কা ভাই, কিসি কি জান যে এই বছরের বড় চমক হতে চলেছে তাঁর ইঙ্গিত রয়েছে ৩ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলার। সলমন ভক্তরা যে ফের সলমনের সেই দাবাং রূপ দেখতে পাবেন তার ঝলক কিন্তু খোদ ভাইজানই দিয়ে দিলেন এই ছবির ট্রেলারে।

[আরও পড়ুন: দুবাই বিমানবন্দরে মাদক-সহ ধরা পড়ে জেলবন্দি বলিউড অভিনেত্রী ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement