Advertisement
Advertisement
Salman Khan trolled

নাচ না দুর্ঘটনা? ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির গান প্রকাশ্যে আসতেই কটাক্ষ সলমনকে

রবিবারই গানটি প্রকাশ্যে এসেছে।

Salman Khan trolled for dance step of Kisi Ka Bhai Kisi Ki Jaan song | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 13, 2023 12:12 pm
  • Updated:February 13, 2023 12:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’ (Pathaan) সিনেমার মুক্তির সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে এসেছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর টিজার। শাহরুখের (Shah Rukh Khan) কামব্যাক সিনেমার মাঝে সলমন খানের (Salman Khan)  ছবির আগাম ঝলক দেখে উচ্ছ্বসিত  ছিলেন অনুরাগীরা। কিন্তু সিনেমার প্রথম গান প্রকাশ্যে আসেই শুরু হল সমালোচনা। 

Salman Trolled

Advertisement

গতকাল অর্থাৎ রবিবার প্রকাশ্যে এসেছে  ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির নতুন গান ‘নাইয়ো লাগদা’। হিমেশ রেশমিয়ার সুরে গানটি গেয়েছেন কামাল খান ও পলক মুচ্ছল। গানের কথা লিখেছেন সাব্বির আহমেদ। গানে সলমন খানের একটি নাচের স্টেপ নিয়ে তুমুল চর্চা নেটদুনিয়ায়। 

[আরও পড়ুন: এ কেমন সাজ! সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে দিশার পোশাক দেখে তীব্র কটাক্ষ নেটিজেনদের]

পাহাড়ের মাঝে হাঁটু মুড়ে বসে নাচের স্টেপটি করেছেন সলমন। তাতেই অনেকে দুর্ঘটনার সঙ্গে তুলনা করেছেন। একজন আবার স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খান ওরফে কেআরকে-র নাচের সঙ্গে সলমনের এই নাচের তুলনাও করেছেন। 

Salman-Trolled

চলতি বছর ইদে অর্থাৎ ২১ এপ্রিল মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’।  প্রথমে ছবির নাম দেওয়া হয়েছিল ‘কভি ইদ কভি দিওয়ালি।’ কিন্তু বিতর্ক এড়াতে পরবর্তীতে নাম বদলে ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan) রাখা হয়। ২০১৪ সালে মুক্তি পাওয়া তামিল ছবি ‘বীরম’-এরই রিমেক সলমনের নতুন এই ছবি। ভাইজান ছাড়াও ছবিতে দেখা যাবে পূজা হেগড়ে (Puja Hegde), ভূমিকা চাওলা, বিজেন্দর সিং। সলমনের হাত ধরে এই ছবিতেই বলিউডে ডেবিউ করতে চলেছেন শেহনাজ গিল।

[আরও পড়ুন: ‘বিগ বস ১৬’ জিতলেন র‌্যাপার এম সি স্ট্যান, কত টাকা বাড়ি নিয়ে গেলেন তরুণ শিল্পী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement