Advertisement
Advertisement

মধ্যপ্রদেশের পর্যটনের নয়া মুখ সলমন, রাজনীতিতে ঢুকছেন ভাইজান?

শুরু হয়েছে এক নতুন জল্পনা-কল্পনার।

Salman Khan to promote for MP.
Published by: Sandipta Bhanja
  • Posted:March 9, 2019 5:38 pm
  • Updated:March 9, 2019 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশ ট্যুরিজম এবং হেরিটেজ-এর মুখ হতে চলেছেন সলমন খান। প্রথমটায় এই খবর নিয়ে জল্পনা কল্পনা চললেও, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী কমল নাথ নিশ্চিত করেন যে সলমন মধ্যপ্রদেশের পযর্টন ও সংস্কৃতির হয়ে প্রচারে নামছেন। এর আগে অবশ্য পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে শাহরুখ খান এবং গুজরাট ট্যুরিজমের প্রচারে অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছিল। ইনক্রেডিবল ইন্ডিয়ার প্রচারে ‘অতিথি দেব ভব’তে আমির খানের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতোই। এবার এই তালিকায় নাম লেখালেন সলমন খান। সব ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহেই শুরু হবে পযর্টন ও সংস্কৃতি দপ্তরের প্রচার ভিডিওর শুট।

[নির্ধারিত রিলিজ ডেটের দু’দিন আগেই আসছে ‘কলঙ্ক’!]

চলতি সপ্তাহের মঙ্গলবারই ভাইজানের সঙ্গে কথা বলেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। সেখানেই তিনি সলমনকে জিজ্ঞেস করেন মধ্যপ্রদেশের উন্নয়নের জন্য তিনি কীভাবে সাহায্য করতে পারবেন। ভাইজানও পিছিয়ে আসেননি। বরং, রাজ্যের পযর্টন ও সংস্কৃতির দপ্তরের হয়ে তিনি প্রচারে নামবেন। পয়লা এপ্রিল থেকে এপ্রিলের ১৮ তারিখ অবধি মধ্যপ্রদেশেই  থাকবেন সলমন– এমনটাই জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ।

Advertisement

বলিউড সুপারস্টার সলমন জন্মসূত্রে মধ্যপ্রদেশের ইন্দোরের। বাবা সেলিম খান কর্মসূত্রে মুম্বইতে চলে আসার আগে সলমনের শৈশবের বেশ কয়েক বছর কেটেছে ইন্দোরে। তাই এই জায়গার প্রতি তাঁর একটা আলাদা টান রয়েছে। সলমনের মোটা বাজেটের বেশকিছু ছবির শুটিং হয়েছে এই রাজ্যে।

[চাকরি খুঁজছেন বিগ বি! ব্যাপারটা কী?]

অন্যদিকে, কংগ্রেসের ঘনিষ্ঠসূত্রের আরও এক খবরে শুরু হয়েছে এক নতুন জল্পনা-কল্পনার। মধ্যপ্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও নাকি ভবিষ্যতে দেখা মিলতে পারে সলমন খানের। তাহলে কি, রাজনীতির ময়দানে নাম লেখাতে চলেছেন বলিপাড়ার আরেক অভিনেতা? বলবে সময়ই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement