সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের দাবাং খান। তাঁর বুক জুড়ে যে সাহসের বিস্ফোরণ ঘটবে, তা বলাই বাহুল্য। আর তাই তো প্রাণনাশের হুমকি, গুলিবর্ষণ, কোনও কিছুই টলাতে পারেনি বলিউডের ভাইজানকে। সেই কারণেই ডাকাবুকো সলমন পা রাখলেন বাড়ির বাইরে। তবে একা নন, সলমনকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা।
পয়লা বৈশাখের দিন সলমন খানের (Salman Khan) বাড়িতে হামলা। বাইকে করে এসে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নড়েচড়ে বসেছে মুম্বইয়ের পুলিশ-প্রশাসন। সুপারস্টারের বাড়ির বাইরের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। তদন্তভার গিয়েছে ক্রাইম ব্রাঞ্চের হাতে। এবার শোনা যাচ্ছে, সলমন খানকেও বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। কী সেই নির্দেশিকা? পুলিশের অনুমতি ছাড়া নাকি ভাইজানকে ‘গ্যালাক্সি’ ছাড়তে বারণ করা হয়েছে।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মার্কিন মুলুকে বসেই এই গুলিবর্ষণের ছক কষা হয়েছিল। সেখানেই লরেন্স বিষ্ণোইর ভাই, অনমোল বিষ্ণোই রোহিত গোদরা নামের এক শুটারকে দায়িত্ব দেয়। এমনকী, বহু মাস আগে থেকে পুরোটা প্ল্যান করা ছিল। সূত্রের খবর, বহু আগে থেকেই মুম্বইয়ে ঘাঁটি গেড়েছিল আততীয়ারা। বহুদিন ধরেই সলমনের গ্যালাক্সির আশপাশে ঘুরেও তথ্য জোগার করেছে বলে খবর রয়েছে। অনেকেই মনে করছেন, এই ঘটনায় মুম্বই পুলিশের গাফিলতি রয়েছে।
View this post on Instagram
জানা গিয়েছে, প্রতিদিনই সলমনের গ্যালাক্সির সামনে মুম্বই পুলিশের একটি ভ্যান দাঁড়িয়ে থাকে। মূলত, নিরাপত্তার কারণেই এই ভ্য়ানের ব্যবসা রয়েছে মুম্বই পুলিশের। তবে রবিবার সকাল থেকেই নাকি এই ভ্যানটিকে দেখতে পাওয়া যায়নি। এমনকী, সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে তা।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুই বাইক আরোহি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে। বুলেট গিয়ে লাগে সুপারস্টারের বাড়ির দেওয়ালে। গুলি চালিয়েই পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পরই তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। শোনা গিয়েছে, ভাইজানের বাড়ির সামনে নিরাপত্তার জন্য নাকি অন্তত ১০টি টিম মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অন্তত চার রাউন্ড গুলি চালানো হয়েছে। আর প্ল্যান করেই দুষ্কৃতীরা এসেছিল। তাদের মুখ পুরোপুরি ঢাকা ছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.