Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

‘মেয়ের সঙ্গে এসব দেখতে পারবেন তো?’, ওটিটি-তে নগ্নতা-যৌনতা নিয়ে সরব সলমন

ওয়েব সিরিজকে একহাত নিলেন সলমন।

salman khan spoke about the vulgarity on ott and backed censorship| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 6, 2023 2:35 pm
  • Updated:April 6, 2023 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষজ্ঞরা বলছেন ওটিটিই ভবিষ্যত। তবে সলমনের মতে ওটিটি কিন্তু নব প্রজন্মের জন্য মোটেই ভাল নয়। সলমনের কথায়, মোবাইলের সাহায্যে নগ্নতা, যৌনতা খুবই সহজলভ্য!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে ওটিটি ও সিরিজ প্রশ্ন করতে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন সলমন। স্পষ্টই তিনি জানান, ওয়েব, ওটিটির মধ্যে দিয়ে নগ্নতা, যৌনতা ছড়িয়ে পড়ছে। যার প্রভাব পড়ছে ছোট ছোট ছেলেমেয়েদের উপর। সলমন বলেন, ”এই মাধ্যমের জন্য একটি সেন্সর থাকা উচিত। অশ্লীলতা, যৌনতা, নগ্নতা, গালিগালাজ বন্ধ হওয়া উচিত। ফোনের মাধ্যমে অল্প বয়সের ছেলেমেয়েরা পড়াশুনোর বাহানায় আপনার এগুলো দেখবে।”

Advertisement

[আরও পড়ুন: ফের শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন! সত্যিটা জানালেন রানি নিজেই]

এবার ফিল্মফেয়ারে সঞ্চলনা করবেন সলমন খান। সেই প্রসঙ্গেই ওয়েবের জন্য তৈরি হওয়া বিষয় নিয়ে প্রশ্ন তুললেন সলমন। তাঁর কথায়, ভারতের সংস্কৃতির সঙ্গে এসব নগ্নতা, যৌনতা, গালিগালাজ একেবারেই বেমানান।

[আরও পড়ুন: নিখোঁজ ‘পুষ্পা’! আল্লু অর্জুনকে খুঁজতে ছড়িয়ে পড়ল পোস্টার ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement