Advertisement
Advertisement

Breaking News

Kisi Ka Bhai Kisi Ki Jaan

শাহরুখের পর সলমন, ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর নতুন গানে ‘লুঙ্গি ডান্স’ ভাইজানের

সলমনের সঙ্গে আবার তাল মিলিয়েছেন দুই দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ ও রামচরণ।

Salman Khan special Lungi Dance in Yentamma song of Kisi Ka Bhai Kisi Ki Jaan | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 4, 2023 6:03 pm
  • Updated:April 10, 2023 12:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যান ইন্ডিয়া সিনেমার যুগে দাক্ষিণাত্যের সময় ভালই যাচ্ছে। এমন পরিস্থিতিতে দক্ষিণী মেজাজে খোদ বলিউড সুলতান সলমন খান (Salman Khan)। ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় ‘লুঙ্গি ডান্স’ করেছিলেন শাহরুখ খান। এবার ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় ধুতি পরেই তেমন নাচ দেখালেন সলমন। 

Yentamma song of Kisi Ka Bhai Kisi Ki Jaan

Advertisement

সলমন খান মানেই চমক। তা নতুন চরিত্রে হোক কিংবা নতুন পোশাকে। এর আগে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ‘বাথুকাম্মা’ গানে দক্ষিণী স্টাইলে লুঙ্গি, শার্ট পড়ে রীতিমতো নজর কেড়েছিলেন বলিউডের দাবাং খান। সেখানে আবার তেলুগু তারকা ভেঙ্কটেশকে দেখা গিয়েছিল। এবার নতুন গান ‘ইয়েনতাম্মা’য় লুঙ্গি পরেই বিন্দাস নাচলেন তিনি। তাও আবার ভেঙ্কটেশ ও রামচরণের সঙ্গে।

[আরও পড়ুন: ট্রেনে চড়েই শিলিগুড়িতে অরিজিৎ, মাঝরাতে স্টেশনে ঘিরে ধরলেন ভক্তরা, ভিডিও ভাইরাল]

নতুন এই গানটি গেয়েছেন বিশাল দদলানি ও পায়েল দেব। হলুদ শার্টের সঙ্গে সাদা ধুতি পরে নেচেছেন সলমন। গানের শেষের দিকে আসেন রামচরণ। তিনজন মিলে একসঙ্গে নাচতে থাকেন। নায়িকা পূজা হেগড়েও যোগ দেন এই দলে। নেটদুনিয়ায় সলমনের এই নাচকেই কয়েকজন ‘লুঙ্গি ডান্স’ আখ্যা দিয়েছেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

দক্ষিণী সুপারস্টার তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবিটি। সলমনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ইদে মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’।

[আরও পড়ুন: আচমকা গায়েব YouTube চ্যানেল, চূড়ান্ত হতাশ ইমন, ফেসবুকে জানালেন তীব্র প্রতিবাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement