Advertisement
Advertisement
Salman Khan

বক্স অফিসে ভরাডুবি ভাইজানের! মান বাঁচাতে মোটা অঙ্কের বদলে OTT-তে সলমন?

সলমনের ক্যাশবাক্সে কত লক্ষ্মীলাভ হল জানেন?

Salman Khan signs 5 year deal with OTT platform| Salman Khan
Published by: Sandipta Bhanja
  • Posted:May 19, 2023 2:53 pm
  • Updated:May 19, 2023 3:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ভয়ংকর ভরাডুবি! স্টারডমে ভর করে ছবি আর চলছে না সলমন খানের। মন্দার বাজারে এবার মোটা টাকার অঙ্কের বিনিময়ে জনপ্রিয় ওটিটি চ্যানেলের সঙ্গে চুক্তি সারলেন ভাইজান। মান বাঁচাতেই কি শেষমেশ ডিজিটাল প্ল্যাটফর্মের দ্বারস্থ হতে হল সলমনকে?

প্রসঙ্গত, বক্স অফিসে চলছে দুঃসময়। একের পর এক ছবি সমালোচক তো বটেই, এমনকী দর্শকদের মন কাড়তেও ব্যর্থ। উপরন্তু লাগাতার প্রাণনাশের হুমকি! এদিকে বক্স অফিসে গড়পড়তা আয় ‘কিসি কা ভাই কিসি কি জান’ -এর। এত্তসবের মাঝেই আবার ‘টাইগার ৩’-এর শুটিংয়ে কাঁধে চোট পেয়ে বিশ্রামে ভাইজান। তবে এবার বোধহয় সলমনের কপাল খুলতে চলল!

Advertisement

[আরও পড়ুন: ‘গ্রেপ্তার’ অমিতাভ ! পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট বিগ বি’র]

জি ফাইভ-এর সঙ্গে আগামী ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ‘বলিউড টাইগার’। সেই চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে আগামী পাঁচ বছর সলমন খানের যেসমস্ত সিনেমা মুক্তি পাবে, সেগুলোর রাইটস থাকবে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের কাছে। এই চুক্তির আওতায় পড়ছে সলমন খান ও পূজা হেগড়ে অভিনীত সাম্প্রতিক সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ । এই ছবির ডিস্ট্রিবিউটারও ছিল Zee।

উল্লেখ্য, সলমন খানের সঙ্গে জি-এর সম্পর্ক এই অবশ্য প্রথম নয়। এর আগেও ‘রাধে’ মুক্তি পেয়েছিল এই ওটিটি প্ল্যাটফর্মে। সেই ছবি ডিজিটাল দুনিয়ায় এতটাই সাড়া ফেলে দিয়েছিল যে, প্রথম দিনে সার্ভার ক্রাশ করে যায়। এরপর সূরজ বরজাতিয়া ও করণ জোহরের সঙ্গেও সলমনের নতুন একটা কাজ করার কথা রয়েছে। হিসেব অনুযায়ী, সেই সিনেমাও এই চুক্তির আওতায় পড়বে। তবে ‘টাইগার ৩’ -র ক্ষেত্রে সম্ভবত এটা হচ্ছে না। কারণ বহু আগে থেকেই প্রযোজনা সংস্থা যশ রাজের সঙ্গে অন্য এক ওটিটি প্ল্যাটফর্মের কথা হয়ে রয়েছে।

[আরও পড়ুন: ২৪ ঘণ্টা ধরে ‘হ্যাকড’ দেবের YouTube চ্যানেল, এদিকে ‘ব্যোমকেশ’ ব্যস্ত মধ্যপ্রদেশে]

এবার প্রশ্ন, জি ফাইভ-এর সঙ্গে চুক্তির জন্য কত কোটি টাকা নিয়েছেন সলমন খান? বলিউড সূত্রে কানাঘুষো শোনা যাচ্ছে, সেই অঙ্ক নাকি ৪০০ থেকে ৫০০ কোটিতে গিয়ে ঠেকেছে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement