Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

‘রকি-রানি’ হিট হতেই করণের দরবারে সলমন, বক্স অফিসে কপাল ফেরাতে নতুন ছবি সই ভাইজানের!

শেষমেশ কি সলমনের কপাল খুলবে?

Salman Khan sign karan johar's new movie for next year Eid| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 22, 2023 10:46 am
  • Updated:August 22, 2023 10:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের বক্স অফিস এখন রমরমা। একের পর এক ছবি দুরন্ত ব্যবসা করে চলেছে। ‘পাঠান’, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’, ‘ও মাই গড টু’, ‘রকি রানি কি প্রেম কাহানি’, গদর ২। প্রায় সব ছবিই রেকর্ড ব্যবসা করে চলেছে। তবে এরই মাঝে কিন্তু সলমনের ছবি কিন্তু একেবারেই চলছে না। বরং এক সময়ের বক্স অফিসে লাকি হিরো সলমনের ছবি এখন মুক্তি পেলেও, মুখ থুবরে পড়ছে।

ব্য়াপারটা নাড়া দিয়েছে সলমনকেও। আর তাই তো সোজা যোগাযোগ করণ জোহরকে। হ্যাঁ, বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সলমন নাকি দেখা করেছেন করণ জোহরের সঙ্গে। শোনা যাচ্ছে, করণের প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে নতুন ছবি সই করেছেন বলিউড ভাইজান। যার পরিচালক শেরশাহ খ্যাত বিষ্ণু বর্ধন। খবর অনুযায়ী, পরের বছরের ইদেই নাকি করণের ছবিতে অভিনয় করবেন সলমন। আর এটাই নাকি হবে বলিউডের দাবাং খানের সুপারহিট কামব্য়াক।

Advertisement

[আরও পড়ুন: আকাশের ঠিকানায় নাম লেখালেন শ্রাবন্তী, তারার নামকরণ হল অভিনেত্রীর নামে]

বলিউডের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জওয়ান ছবির সঙ্গেই নাকি দেখানো হবে সলমনের টাইগার থ্রির টিজার। এমনকী, সোশ্য়াল মিডিয়ায় ফাঁস হয়েছে টাইগার থ্রিয়ের গোটা প্ল্যানিং। অর্থাৎ এই ছবির টিজার, ট্রেলার কবে মুক্তি পাবে তার বিস্তারিত খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ‘জওয়ান’ টিমের পক্ষ থেকে এখনও এ বিষয়ে মুখ খুলতে চাননি কেউ।

[আরও পড়ুন: রাজ-পরীমণির রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে ‘সুড়ঙ্গ’ খ্যাত নায়িকাও, ব্যাপার কী?]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement