Advertisement
Advertisement
Salman Khan

ভাইজানের জন্মদিন, রাতবিরেতে গাড়ি চড়ে কোথায় গেলেন সলমন? ভাইরাল ভিডিও

৫৮-এ পা দিলেন বলিউডের ভাইজান সলমন খান।

Salman Khan rings in 58th birthday with niece Ayat and family| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 27, 2023 9:58 am
  • Updated:December 27, 2023 10:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫৮-এ পা দিলেন বলিউডের ভাইজান সলমন খান। সোশাল মিডিয়ায় সলমনের জন্মদিন ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন তাঁর অনুরাগীরা। বুধবার ভোররাত থেকেই সলমনকে শুভেচ্ছা জানিয়েছেন, বলিউডের অন্যান্য তারকারা। আর সলমন?

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার বিশেষ কাজে দিল্লিতে গিয়েছিলেন সলমন। জন্মদিনটা পরিবারের সঙ্গে কাটাতে দ্রুত মুম্বই ফেরেন। মুম্বই বিমানবন্দরেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন সলমন। পাপারাজ্জিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন। তারপরই সোজা গাড়িতে উঠে পৌঁছন নিজের বাড়ি গ্যালাক্সিতে।

Advertisement

[আরও পড়ুন: লোকালয়ে ঢুকে পাঁচিলে বসে রোদ পোহাচ্ছে বাঘ! আতঙ্কে কাঁটা স্থানীয়রা, ভিডিও ভাইরাল]

বলিউড সূত্রের খবর, পরিবারের সঙ্গেই ৫৮-এর জন্মদিন পালন করেছেন সলমন। কেক কেটে, পরিবারের লোকজনদের সঙ্গেই জমজমাট পার্টিতে মেতে ওঠেন সল্লু মিয়াঁ। এদিন কালো রঙের শার্ট ও ডেনিমে দেখা গিয়েছে বলিউডের ভাইজানকে।

গতবারের জন্মদিনে সলমনের বাড়ির সামনে হইচই পড়ে গিয়েছিল। এমনকী, ভক্তদের উল্লাসের কারণে লাঠিচার্জ করতেও বাধ্য হয়েছিল পুলিশ। সলমনকে এক ঝলক দেখার জন্য সলমনের বাড়ির সামনে এবারও ভক্তদের ভিড়। তবে অনুরাগীদের সলমন দর্শন দেবেন কিনা তা এখনও জানা যায়নি।

[আরও পড়ুন: পাক নির্বাচনে মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সইদ! মৌলবাদীদের দখলে যাবে ইসলামাবাদ?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement