Advertisement
Advertisement
Salman Dhankhar

OMG! জগদীপ ধনকড়ের দৌলতেই জেল থেকে ছাড়া পেয়েছিলেন সলমন খান!

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দু'জনের পুরোনো ছবি।

Salman Khan reportedly have a special connection with Vice Presidential Candidate Jagdeep Dhankhar | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 19, 2022 9:49 pm
  • Updated:July 19, 2022 10:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ করেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। এনডিএ (NDA) মনোনীত উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বাংলার প্রাক্তন রাজ্যপাল। শুধু কৃষকপুত্রই নন, বলিউডের সুলতান সলমন খানের (Salman Khan) সঙ্গেও এক সময় পরিচয় ছিল তাঁর। ধনকড়ের সাহায্যেই জেল থেকে ছাড়া পেয়েছিলেন ভাইজান। এমনই খবর শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সলমনের সঙ্গে ধনকড়ের একটি পুরনো ছবিও ছড়িয়ে পড়েছে। 

Salman-Jagdeep

Advertisement

রাজস্থানের কৃষক পরিবারের সন্তান জগদীপ ধনকড় অভিজ্ঞ আইনজীবী। পোড়খাওয়া রাজনীতিবিদও বটে। ১৯৯০ সালে সংসদীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত রাজস্থানের কিষাণগড়ের বিধায়ক ছিলেন। এমনকী, জয়পুরের বার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন তিনি।

Jagdeep Dhankhar
ফাইল ছবি

[আরও পড়ুন: ‘আলবিদা’ লিখে ইনস্টাগ্রাম থেকে সমস্ত পোস্ট মুছলেন আদনান সামি, কিন্তু কেন?]

কিন্তু সলমন খানের সঙ্গে ধনকড়ের পরিচয়ের সূত্র কী?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ১৯৯৮ সালের খবরে ফিরে যেতে হয়। যখন যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণকে হত্যা করার অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। এর জন্য বেশ কিছুদিন হাজতেও থাকতে হয় সুপারস্টারকে। শোনা যায়, সেই সময় আইনজীবী দেবানন্দ গেহলত অভিজ্ঞ আইনজীবী হিসেবে জগদীপ ধনকড়কে সলমনের মামলায় নিযুক্ত করেছিলেন। আর তাঁদের সাহায্যেই সলমন জামিন পেয়েছিলেন। জামিনের পরই ছবিটি তোলা হয়েছিল। 

Salman-Jagdeep-1

এখনও কৃষ্ণসার হরিণ হত্যা মামলা চলছে। কিন্তু এজলাস এখন জগদীপ ধনকড়ের কাছে অতীত। ২০১৯ সালে তাঁকে বাংলার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক মোটেও ভাল ছিল না।  শিক্ষা থেকে স্বাস্থ্য – প্রায় প্রতিক্ষেত্রেই রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন তিনি। কখনও টুইট আবার কখনও চিঠি পাঠিয়ে নবান্নের বিরিদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যপাল। দু’পক্ষের অসন্তোষের জেরে শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের ক্ষমতাও খর্ব করেছে রাজ্য সরকার। তবে সম্প্রতি দার্জিলিংয়ের রাজভবনে মুখ্যমন্ত্রীকে চায়ের আমন্ত্রণ জানান রাজ্যপাল। মমতা নিমন্ত্রণ রক্ষা করেন। দার্জিলিংয়ে দু’জনের দেখা সাক্ষাৎ এমনকী কথাও হয়। এরপরই প্রায় গোপনে দিল্লি সফরে যান ধনকড়। পরপর দু’দিন শাহ এবং মোদির সঙ্গে সাক্ষাৎ সারেন তিনি। তারপরই এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করা হয়। 

[আরও পড়ুন: সিনেমা নয়, ওয়েব সিরিজ দিয়ে বলিউডে পা রাজ চক্রবর্তীর! মুখ্য চরিত্রে দক্ষিণী নায়িকা?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement