Advertisement
Advertisement

Breaking News

Karan Arjun

৩০ বছর বাদে বড়পর্দায় ফিরছে ‘করণ-অর্জুন’, সলমনের রসিকতা, ‘রাখিজির ভবিষ্যদ্বাণীই ঠিক’

মিলে গেল রাখির ভবিষ্যদ্বাণী! কবে বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে 'করণ-অর্জুন'?

Salman Khan REACTS To Karan Arjun Re-Releasing After 30 Years
Published by: Sandipta Bhanja
  • Posted:October 28, 2024 1:46 pm
  • Updated:October 28, 2024 1:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মেরে করণ অর্জুন আয়েঙ্গে…’, নয়ের দশকের পর্দায় এক বৃদ্ধা মায়ের কাতর আর্তি দেখে প্রেক্ষাগৃহে চোখের জল ফেলেছিলেন দর্শকরা। সিনেমার ক্লাইম্যাক্সে ‘করণ অর্জুন’ (Karan Arjun) এলেন এবং মারপিটের মারপ্যাঁচে বাজিমাত করলেন। এবার তিন দশক বাদে ফের একবার দর্শকরা সেই বলিউড সিনেমার স্বাদ পেতে চলেছেন বড়পর্দায়।

পুনর্জন্মের গল্প নিয়ে সিনেমায় শাহরুখ-সলমনের দাদাভাই জুটি নজর কেড়েছিল সকলের। তাঁদের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজার। দুই ভাইয়ের প্রেমিকার চরিত্রে দেখা গিয়েছিল কাজল এবং মমতা কুলকার্নিকে। তার পর থেকেই বলিউডের দুই সুপারস্টারকে এখনও পর্যন্ত একসঙ্গে দেখলেই করণ-অর্জুন বলে সম্বোধন করেন সকলে। সিনেমা নিয়ে এতটাই উন্মাদনা তৈরি হয়েছিল যে যমজ পুত্রসন্তানের নাম পর্যন্ত অনেকে করণ-অর্জুনই রেখেছিলেন। এবার সেই ছবিই আরও একবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ২২ নভেম্বর। সুখবর শেয়ার করে সলমন খানের (Salman Khan) রসিকতা, “সিনেমায় রাখিজির করা ভবিষ্যদ্বাণীই ঠিক হল। ২২ নভেম্বর বিশ্বজুড়ে আবারও মুক্তি পাচ্ছে ‘করণ অর্জুন’।” তবে ভাইজান উচ্ছ্বাস প্রকাশ করলেও শাহরুখ খানের (Shah Rukh Khan) তরফে এখনও কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলিউড বাদশা সপরিবারে ব্যস্ত দুবাইতে। ছেলে আরিয়ান খানের পোশাক সংস্থার উদ্বোধনে।

Advertisement

১৯৯৫ সালে ‘করণ অর্জুন’ ছবিটি পরিচালনা করেছিলেন রাকেশ রোশন। মিউজিকের দায়িত্বে ছিলেন পরিচালকের ভাই রাজেশ রোশন। ৩০ বছর আগের বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া ব্লকবাস্টার সিনেমার বড়পর্দায় প্রত্যাবর্তনের খবর শেয়ার করছেন সুপারস্টার হৃতিক রোশনও। বাবা রাকেশ পরিচালিত সিনেমা নতুন করে রিলিজের খবর দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউডের ‘গ্রিক গড’।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement