Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

শ্রীঘরে ভক্তরা! ‘টাইগার ৩’ চলাকালীন হলে দক্ষযজ্ঞের খবর পেয়েই গর্জন সলমনের

হুঁশিয়ারি দিয়ে কী বললেন ভাইজান?

Salman Khan reacts to fans bursting firecrackers during Tiger 3 show | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 13, 2023 5:59 pm
  • Updated:November 13, 2023 5:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীঘরে ভক্তরা। খবর পেয়েই গর্জন সলমন খানের। প্রেক্ষাগৃহে ‘টাইগার ৩’ (Tiger 3) চলাকালীন ভক্তদের উল্লাস! অতি উচ্ছ্বাসের মাশুলও গুণতে হয়েছে। দেদার শব্দবাজি ফাটানোর অভিযোগে আইনি গেঁরোয় ভাইজান ভক্তরা। নেটপাড়াতেও তাদের কাণ্ডকারখানার ভিডিও ভাইরাল। আর সেই খবর কানে পৌঁছতে না পৌঁছতেই হুঁশিয়ারি দাগলেন খোদ সলমন খান (Salman Khan)।

প্রসঙ্গত, ‘টাইগার ৩’ সিনেমার স্ক্রিনিংয়ের সময়ে মহারাষ্ট্রের নাসিকের এক হলে দেদার শব্দবাজি ফাটাতে শুরু করেন একদল ব্যক্তি। একপ্রকার দক্ষযজ্ঞ বাঁধিয়ে দিয়েছিলেন ওই ভাইজান ভক্তরা। আচমকা প্রেক্ষাগৃহের অন্দরে এমন কাণ্ডকারখানা দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন বাকি দর্শকরা। শুরু হয় হুড়োহুড়ি! কেউ কেউ আবার শব্দবাজির বিকট আওয়াজে আতঙ্কে গুটিয়ে যান। মালেগাঁওয়ের মোহন সিনেমা হলের এমন ঘটনার ভিডিও ভাইরাল হতেই পুলিশের টনক নড়ে। সংবিধানের ১১২ ধারায় চবনী পুলিশ স্টেশনে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পাশাপাশি দুই ব্যক্তি আটকও হয়। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন ‘টাইগার’ সলমন।

Advertisement

এক্স হ্যান্ডেলে ভাইজানের মন্তব্য, “আমি শুনছি, টাইগার ৩ চলাকালীন নাকি প্রেক্ষাগৃহের অন্দরে শব্দবাজি ফাটানো হয়েছে। এটা খুব বিপজ্জনক। নিজেদের আর বাকিদের ঝুঁকিতে না রেখে নির্ভেজালভাবে সিনেমাটা উপভোগ করুন। সাবধানে থাকুন।” সলমনের সতর্কবাণীর পরই নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল হয়ে যায় সেই টুইট।

[আরও পড়ুন: ছবি তুলতে গিয়ে হুড়মুড়িয়ে পড়লেন পাপারাজ্জি, দেখুন কী করলেন ‘মর্দানি’ রানি!]

জানা গিয়েছে, হলে যখন ‘টাইগার ৩’ ছবিতে সলমন খানের এন্ট্রির দৃশ্য দেখানো হচ্ছিল, সেই অ্যাকশন সিকোয়েন্স দেখেই ভক্তদের একাংশ চিৎকার করতে শুরু করে। পাশাপাশি দেদার শব্দবাজি ফাটানোও শুরু হয়। এমন কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য বড় কোনও বিপদ হতে পারত বলেও দাবি তুলেছেন অনেকে। আপাতত পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এমতাবস্থাতেই অনুরাগীদের সতর্ক করে দিলেন ‘দাবাং’ ভাইজান।

[আরও পড়ুন: সলমন ভক্তদের বিরুদ্ধে FIR, ‘টাইগার ৩’ চলাকালীন প্রেক্ষাগৃহে দক্ষযজ্ঞ! আটক ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement