Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

‘আই লাভ ইউ’ বলেই সলমনকে চুমু মহিলা ভক্তের! কীভাবে সামলালেন ‘সুলতান’?

পরিস্থিতি এমন, বলিউডের 'দাবাং' স্টারও যেন একটু হকচকিয়ে গেলেন।

Salman Khan reacts as female fan kisses his hand, see video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 22, 2023 7:57 pm
  • Updated:December 22, 2023 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খান (Salman Khan) বলে কথা! সামনে পেয়েই ‘আই লাভ ইউ’ বলে দিলেন মহিলা ভক্ত। আবার হাত ধরে চুমুও খেয়ে বসলেন। পরিস্থিতি এমন, বলিউডের ‘দাবাং’ স্টারও যেন একটু হকচকিয়ে গেলেন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

Salman Khan

Advertisement

 

প্রযোজক আনন্দ পণ্ডিতের জন্মদিন ছিল। সেখানেই হাজির হয়েছিল প্রায় গোটা বলিউড। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অভিষেক বচ্চন থেকে শুরু করে বলিউডের প্রায় সব ‘হুজ হু’ গিয়েছিলেন। অনুষ্ঠান সেরে নিজের গাড়িতে উঠতে যাচ্ছিলেন সলমন। সেই সময়ই অনুরাগীরা ঘিরে ধরেন তাঁকে। এক মহিলা সুপারস্টারের কাছে যাওয়ার সুযোগ পেয়ে যান। তার পরই এই ঘটনা ঘটে।

[আরও পড়ুন: ‘সব ফাঁস করে দেব…’, প্রেমপত্র নয়, এবার জেল থেকে জ্যাকলিনকে হুমকি চিঠি সুকেশের!]

বেগতিক কিছু দেখলেই ‘দাবাং’ মুডে চলে যান সলমন। তার নমুনা ‘বিগ বস’ শোয়ের সপ্তাহান্তের অনুষ্ঠানে একাধিকবার দেখা গিয়েছে। কিন্তু এবার ‘দাবাং’ তারকাও যেন একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন। কিন্তু মেজাজ হারাননি তিনি। খুবই শান্তভাবে মহিলা অনুরাগীদের ধন্যবাদ দেন সলমন। বাকিদেরও ‘থ্যাঙ্কিউ’ বলে গাড়িতে উঠে পড়েন।

 

এদিকে বউ ঐশ্বর্যর সঙ্গে তুমুল অশান্তি খবরের মাঝেই এই পার্টিতে এক কাণ্ড করে বসেছেন অভিষেক বচ্চন। এক কালে অভিষেকপত্নী ঐশ্বর্যর সঙ্গে সম্পর্ক ছিল সলমনের। শোনা যায়, ‘হাম দিল দে চুকে’ সিনেমার সেটে নাকি বেশ মাখোমাখো প্রেম ছিল দুজনের। যা খুবই তিক্তভাবে শেষ হয়। সেই সলমনকেই আনন্দ পণ্ডিতের পার্টিতে দেখা মাত্র জড়িয়ে ধরেন অভিষেক। এমনিতেই অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের ভাঙনের জল্পনা তুঙ্গে। তার মধ্যে এমন দৃশ্য দেখে নেটিজেনদের মত, খাল কেটে কুমির ডাকলেন বচ্চনপুত্র।

[আরও পড়ুন: ফিরে দেখা ২০২৩: ‘জওয়ান’, ‘অ্যানিম্যাল’দের ভিড়ে এই সিনেমা-সিরিজ মিস করবেন না]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement