সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দার সবথেকে বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’। আর ‘বিগ বস’ মানেই সলমন খান (Salman Khan)। সঞ্চালকের ভূমিকায় ভাইজানকেই দেখতে অভ্যস্ত দর্শক-অনুরাগীরা। ওটিটি প্ল্যাটফর্মেও তাই। তবে এবার সম্ভবত সলমনকে আর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে না। পরিবর্তে সেই জায়গায় ‘মিস্টার ইন্ডিয়া’র নাম শোনা যাচ্ছে।
‘বিগ বস’ ওটিটির তৃতীয় মরসুম আসছে। আর সেই শোয়েই নাকি সঞ্চালকের ভূমিকায় পাওয়া যাবে না সলমনকে। বলিউড মাধ্যম সূত্রে খবর, এক্স হ্যান্ডেলের ভাইরাল এক পোস্ট ঘিরেই তুমুল শোরগোল। যেখানে দাবি করা হয়েছে। ‘বিগ বস’ ওটিটির তৃতীয় সিজনে সঞ্চালক হিসেবে দেখা যাবে অনিল কাপুরকে। সত্যিই কি সলমনকে সরাচ্ছেন বলিউডের ‘মিস্টার ইন্ডিয়া’? এপ্রসঙ্গে যদিও দুই তারকার তরফেই কোনওরকম মুখ খোলা হয়নি। তবে অনুরাগীরা কিন্তু বেজায় চটেছেন! সলমন ছাড়া ‘বিগ বস’? মেনেই নিতে পারছেন না তাঁরা।
‘বিগ বস’ ওটিটির পয়লা মরশুমে করণ জোহরকে দেখা গিয়েছিল সঞ্চালকের ভূমিকায়। সেটা নিয়েও ভাইজান ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছিলেন। চাপের মুখে দ্বিতীয় মরশুমে সলমনকে আনতে বাধ্য হন নির্মাতারা। এবার অনিল কাপুরের নাম শুনেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি! অনুরাগীদের একাংশ চটে গিয়ে বলছেন, টিআরপি আবার কমে যাবে। কারও মন্তব্য, এর থেকে তো করণ জোহরকেও মানিয়ে যেত! এককথায়, অনিল কাপুরকে ‘বিগ বস’ ওটিটির সঞ্চালকের ভূমিকায় দেখতে নারাজ দর্শক-অনুরাগীরা।
#AnilKapoor to host new season of #BiggBossOTT3
— The Khabri (@TheKhabriTweets) May 22, 2024
গত এপ্রিল মাসেই ‘বিগ বস’ ওটিটির প্রযোজনা সংস্থার তরফে তৃতীয় মরশুমের পোস্টার শেয়ার করা হয়েছিল। যেখানে সলমন খানের ছবি দিয়ে দর্শকদের উদ্দেশে প্রশন করা হয়েছিল, এই মরশুমে আপনারা কাকে দেখতে চান? যদিও সেই পোস্ট পরে মুছে দেওয়া হয়। এদিকে গত মাসে ভাইজানের বাড়ির বাইরে গোলাগুলির ঘটনার পর থেকেই নিত্যদিন তিনি শিরোনামে। সেই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। তবে প্রাণনাশের হুমকির মাঝেই কিন্তু কাজ জারি রেখেছেন সলমন খান। কিন্তু সত্যিই কি ‘বিগ বস’ ওটিটিতে দেখা যাবে না ভাইজানকে? মাথায় হাত অনুরাগীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.