সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির কৃষক আন্দোলন (Farmers Protest) সরগরম টিনসেল টাউন। বিক্ষোভ নিয়ে রিহানা, গ্রেটা থুনবার্গ, মিয়া খালিফার মন্তব্যের পর থেকেই তোলপাড় মায়ানগরী মুম্বই। কার্যত দুই ভাগে বিভক্ত বলিউড। একদিকে আন্তর্জাতিক তারকাদের বক্তব্যের বিরোধিতায় সরব হয়েছেন লতা মঙ্গেশকর, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, সুনীল শেট্টির মতো তারকারা, অন্যদিকে রিহানা-গ্রেটাদের সমর্থনে টুইট করে চলেছেন তাপসী পান্নু (Taapsee Pannu) এবং স্বরা ভাস্করের (Swara Bhasker) মতো অভিনেত্রীরা। এমন পরিস্থিতিতে মধ্যপন্থা অবলম্বন করলেন বলিউডের সুলতান সলমন খান (Salman Khan)। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে সিদ্ধান্ত নিলে সবার ভাল হবে, সেই সিদ্ধান্তই নেওয়া উচিত।
View this post on Instagram
সলমন ভারসাম্য রেখে উত্তর দিলেও তাঁর ‘দাবাং’ হিরোইন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) কৃষক বিক্ষোভকে সমর্থন করে ইনস্টাগ্রামে স্পষ্টভাবে নিজের মতামত জানিয়েছেন। তাঁর অভিযোগ, কৃষক আন্দোলনকে সমর্থন করাতে সাংবাদমাধ্যমের কর্মীদের হেনস্থা করা হচ্ছে। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। ‘হেট স্পিচ’ও ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন সোনাক্ষী।
অন্যদিকে, কৃষক বিক্ষোভ নিয়ে মন্তব্য করায় পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের (Greta Thunberg) ছবি পোড়ানো হয়েছে। সেই ছবি শেয়ার করে স্বরা লেখেন, “মেয়েটির মাত্র ১৮ বছর বয়স!”। এরপরই আবার একটি টুইটে স্বরা লেখেন, “অশিক্ষিতদের জমায়েত।”। বিজেপি নেতা কপিল মিশ্রর একটি টুইট শেয়ার করে তাঁকেও একহাত নেন স্বরা।
This girl is 18 years old. FYI. https://t.co/Tlnwc26I8D
— Swara Bhasker (@ReallySwara) February 4, 2021
जाहिलों की जमात।
— Swara Bhasker (@ReallySwara) February 4, 2021
घटिया लोग! ओछे लोग!
दिमाग़ में गटर!!! #Shame pic.twitter.com/DmJfoQka5A— Swara Bhasker (@ReallySwara) February 4, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.