Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

খালি গা, চোখে সানগ্লাস, ‘ভাইজান’ স্টাইলে ভাইফোঁটার শুভেচ্ছা সলমনের

সলমনের ছবি দেখে আপ্লুত অনুরাগীরা।

Salman Khan New instagram photo goes Viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 27, 2022 5:10 pm
  • Updated:October 27, 2022 5:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ভাইজানের ভাইদুজ! চোখে সানগ্লাস, গালি গায়ে একেবারে সল্লু কায়দায় ভাইফোঁটার শুভেচ্ছা জানালেন সলমন। সলমনের এই ছবি দেখে অনুরাগীরা বলে উঠলেন আগুন! আগুন!

হ্য়াঁ, ভাইফোঁটা উপলক্ষে এমনই কাণ্ড করে বসলেন সলমন খান। বলিউডের ভাইজান হয়ে, বলিউডি কায়দাতেই ভাইফোঁটার শুভেচ্ছা জানালেন তিনি। ইতিমধ্য়েই নেটপাড়ায় হইচই ফেলে দিয়েছে সলমনের এই ছবি। সম্প্রতি খবরে এসেছে সলমন ডেঙ্গুতে আক্রান্ত। আপাতত, বিশ্রামেই রয়েছেন তিনি। সলমনের অসুস্থতার কারণে ‘বিগ বস’ সঞ্চালনা করছেন করণ জোহর। 

Advertisement

কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে সলমনের (Salman Khan) নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ সলমনের লুক। বড় চুলে নতুন অবতারে চমকে দিয়েছিলেন সলমন। দক্ষিণী সুপারস্টার তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবিটি। সলমনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। প্রথমে ‘বীরম’ এর রিমেক হিসেবে ‘বচ্চন পাণ্ডে’ তৈরি করতে চেয়েছিলেন ফারহাদ। কিন্তু পরে আরেক তামিল ছবি ‘জিগরঠান্ডা’র রিমেক হিসেবে ছবিটি তৈরি করেন। আর নায়ক হিসেবে নেন অক্ষয় কুমারকে।

[আরও পড়ুন: পার্কিং লটে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা! দেখে ফেলায় গাড়ির চাকায় পিষে স্ত্রীকে খুনের চেষ্টা প্রযোজকের]

পরে যখন সলমন খানের সঙ্গে সিনেমা তৈরির পরিকল্পনা হয়, তখন ‘বীরম’ ছবির প্রস্তাব দেন ফারহাদ। প্রথমে এই ছবির নাম ঠিক হয়েছিল ‘কভি ইদ কভি দিওয়ালি’ (Kabhi Eid Kabhi Diwali)। কিছুদিন আগেই ছবির নাম পালটানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর তা বদলে ‘কিসি কা ভাই কিসি কি জান’ রাখা হয়। নায়িকা হিসেবে বাছা হয় পূজা হেগড়েকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

নতুন এই ঝলকে এক্কেবারে ‘দাবাং’ মুডেই ক্যামেরার সামনে ফিরেছেন সলমন। পালটে ফেলেছেন নিজের লুক। সুপারস্টারের মাথার চুল নেমে এসেছে পিঠ পর্যন্ত। মুখে রয়েছে দাড়ি, চোখে রোদচশমা। তাতেই মন জয় করে নিয়েছেন বলিউডের সুলতান। সলমন ছাড়াও এ ছবিতে দেখা যাবে দক্ষিণী তারকা ভেঙ্কটেশ এবং জগপতিবাবু। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন রামচরণ। হিন্দি টেলিভিশনের কিছু তারকাকেও ছবিতে দেখা যাবে। রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়ারির পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন সলমনের প্রিয় পাত্রী শেহনাজ গিলও। ৩০ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’।

[আরও পড়ুন: ‘মেন্টরকে হারালাম’, পরিচালক সুদীপ্ত চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ শিবপ্রসাদ, সুদীপ্তা, সাহেবের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement