ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের সুপারস্টার। তারকা মানেই জনসমক্ষে ভাবমূর্তি বজায় রাখার আপ্রাণ চেষ্টা। মেপেজুঁখে কাজ করার অভ্যেস। সর্বপরি স্টারডম বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে থাকেন সব তারকাই। কিন্তু সলমন খান (Salman Khan) বরাবরই অনন্য। ভক্তের ভাইজান তিনি। এবার ক্যানসারজয়ী খুদে যোদ্ধাকে দেওয়া কথা রাখলেন সলমন।
কী করলেন ভাইজান? ২০১৮ সালে প্রথম সাক্ষাৎ জগনবীরের সঙ্গে। তখন সে চার বছরের খুদে। ক্যানসারে আক্রান্ত সেই খুদের সঙ্গে যখন সলমন দেখা করেছিলেন, তখন ব্রেন টিউমারের জন্য সে দৃষ্টি হারিয়ে ফেলেছে। তার শুধু একটাই বায়না ছিল। প্রিয় সুপারস্টার সলমন খানের সঙ্গে দেখা করবে। এক ভিডিও বার্তায় সেকথা জানতে পেরেই মুম্বইয়ের টাটা মেমোরিয়াল সেন্টার হাসপাতালে হাজির হন ভাইজান। খুদে ভক্ত দৃষ্টিশক্তি হারালেও সলমনের চেহারায় হাত রেখে এবং তাঁর ব্রেসলেট ছুঁয়ে চিনতে পারে তাঁকে। সেই প্রথম দেখা। সেবার দেখা করে সলমন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্যানসারকে জয় করো আমি আবার তোমার সঙ্গে দেখা করতে আসব।
সেই খুদে ভক্তকে মনের জোরও জুগিয়েছিলেন ভাইজান। তা বিফলে যায়নি। ৯টা কেমোথেরাপির পর ক্যানসারকে জয় করেছে খুদে জগনবীর। তার বয়স এখন ৯ বছর। দৃষ্টিশক্তিও ৯৯ শতাংশ ফিরে পেয়েছে। বছর খানেক আগে সেই জগনবীরকে দেওয়া কথাই রাখলেন সলমন খান। সম্প্রতি নিজের বান্দ্রার বাড়িতে সেই খুদে ভক্তর সঙ্গে দেখা করে সময় কাটিয়েছেন বলিউড সুপারস্টার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.