Advertisement
Advertisement

Breaking News

Sonakshi Sinha

গভীর রাতে সোনাক্ষীর রিসেপশনে ‘ঘটক’ সলমন! ‘দাবাং’ মেজাজে এন্ট্রি ‘চুলবুল পাণ্ডে’র, তারপর?

কড়া নিরাপত্তায় মুড়ে জাহির-সোনাক্ষীর রিসেপশনে ভাইজান।

Salman Khan makes Dabangg entry at Sonakshi Sinha's Reception, AVOID Paps
Published by: Sandipta Bhanja
  • Posted:June 24, 2024 9:44 am
  • Updated:June 24, 2024 9:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত বছর আগে সলমন খানের (Salman Khan) পার্টিতে গিয়েই জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষী সিনহার মন বিনিময়ের সূত্রপাত। ‘দাবাং’ সিরিজে কাজের সুবাদেই বন্ধুত্ব গাঢ় হয় দুই তারকার। তবে কাজের বাইরে গিয়েও সলমন-সোনাক্ষীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছে। ভাইজানই জাহির ইকবালকে বলিউডে লঞ্চ করেছিলেন। তাই জাহির-সোনাক্ষীর প্রেমের নেপথ্যে ভাইজানকে অনেকেই প্রত্যক্ষভাবে ‘ঘটক’ বলে সম্বোধন করেন। আর সেই বন্ধুর বিয়েতে সলমন উপস্থিত থাকবেন না, তাই কখনও হয়? রবিবার গভীর রাতে কড়া নিরাপত্তায় মুড়ে ‘দাবাং গার্ল’-এর হাইপ্রোফাইল রিসেপশন ভেন্যু বাতিস্তার রেড কার্পেটে দেখা গেল ‘চুলবুল পাণ্ডে’কে।

পরনে কালো টাক্সিডো স্যুট! চোখেমুখে চিরাচরিত গাম্ভীর্য। নিরাপত্তারক্ষীদের কড়া বেষ্টনীতে একেবারে ‘দাবাং’ মেজাজে এন্ট্রি নিলেন সলমন খান। ভাইজানকে দেখেই সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার হিড়িক পড়ে যায় একেবারে। তবে পাপারাজ্জিদের দেখে এদিন পাত্তাও দিলেন না তিনি! অজস্র অনুরোধ সত্ত্বেও ক্যামেরার সামনে পোজ না দিয়েই এড়িয়ে গিয়ে সোজা ঢুকে গেলেন নবদম্পতিকে আশীর্বাদ জানাতে। তবে মাঝরাতে বাতিস্তায় রিসেপশনের অনুষ্ঠানে গেলেও খুব বেশিক্ষণ থাকেননি সেখানে। সোনাক্ষী-জাহিরকে শুভেচ্ছা (Sonakshi Sinha Zaheer Iqbal’s Reception) জানিয়েই বেড়িয়ে যেতে দেখা যায় সলমন খানকে।

Advertisement

[আরও পড়ুন: ‘ওঁরা সুখে থাকুক’, মেয়ে সোনাক্ষীর বিয়েতে আবেগপ্রবণ শত্রুঘ্ন, জামাই জাহিরকে দিলেন ‘ফুলমার্কস’]

কথা রাখলেন ভাইজান। শশব্যস্ত শিডিউলের মাঝেই সময় বের করে একেবারে রাতবিরেতে প্রিয় বন্ধুকে বিয়ের শুভেচ্ছা জানাতে পৌঁছে গেলেন সলমন খান। নবপরিণীতা সোনাক্ষী সিনহাকে শুভেচ্ছা জানিয়ে কনেপক্ষ শত্রুঘ্ন-পুনমের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। ওদিকে জাহির ইকবালের সঙ্গেও ভাইজানের দারুণ পারিবারিক সম্পর্ক। তাঁর বাবার অনুরোধেই ছেলেকে বলিউডে সুযোগ করিয়ে দিয়েছিলেন ভাইজান। তাই সোনাক্ষী-জাহিরের রিসেপশনে তাঁকে তো আসতেই হত। ‘দাবাং’ মুডে এলেন এবং নজরও কাড়লেন। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত বর্তমানে নেটপাড়ায় ভাইরাল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Voompla (@voompla)

[আরও পড়ুন: প্রথম দেখার জন্মদিনেই জাহিরের সঙ্গে আইনি বিয়ে সারলেন সোনাক্ষী, মিষ্টি বিলি নবদম্পতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement