সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকা যেখানে উদয় হন, প্রিয় তারকার সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায় অনুরাগীদের মধ্যে। এই করোনা (Coronavirus) কালেও সেই ছবি একটুও বদলায়নি। এতেই বিরক্ত হন সলমন খান (Salman Khan)। অতি উৎসাহী অনুরাগীকে দু’কথা শুনিয়ে দেন বলিউডের সুলতান।
২৬ নভেম্বর মুক্তি পাবে সলমন খানের নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ (Antim: The Final Truth)। সিনেমার প্রচারে গিয়েছিলেন সলমন। তাঁকে দেখেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সংবাদমাধ্যমের ফটোগ্রাফাররা। এমন পরিস্থিতিতেই এক অতি উৎসাহী অনুরাগী মাস্ক নামিয়ে সলমনের সঙ্গে সেলফি তুলতে যান। তাতেই বিরক্ত হন সলমন।
বিরক্ত হলেও প্রথমে অনুরাগীকে কিছু বলেননি সলমন। কিন্তু ভাইজানকে সামনে পেয়ে কোন অ্যাঙ্গেল থেকে তাঁর সঙ্গে সেলফি তুলবেন, তা যেন বুঝেই উঠতে পারছিলেন না ওই ব্যক্তি। নানা দিক থেকে ছবি তোলার চেষ্টা করেন। এতেই সলমনের বিরক্তি বাড়ে। তিনি অনুরাগীকে বলেন, “নাচা বন্ধ কর।” তাঁকে সামনে গিয়ে দাঁড়াতে বলেন।
View this post on Instagram
ঘটনার পরে অবশ্য আর কোনও সমস্যা হয়নি বলেই খবর। পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজ দিয়ে চলে যান সলমন। গত কয়েকদিন ধরেই ‘অন্তিম’ সিনেমার প্রচার করে চলেছেন তিনি। ছবিতে শিখ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন সলমন (Salman Khan)। চরিত্রের নাম রাজবীর সিং। রাহুলিয়া নামে মস্তানের ভূমিকায় রয়েছেন তাঁর ভগ্নীপতি আয়ুষ শর্মা (Aayush Sharma)।
মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে ‘অন্তিম’। ছবি পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন মহেশ মঞ্জরেকর (Mahesh Manjrekar)। ছবিতে অভিনয়ও করেছেন মহেশ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানা, নিকিতিন ধীর, শচীন খেদকর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.