সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন দেখি কী কাণ্ড! অনুরাগীদের এতদিনের জল্পনায় একেবারে জল ঢেলে দিলেন সলমন (Salman Khan) নিজেই। বলিউডের দাবাং খান কবে, কাকে বিয়ে করছেন তা নিয়ে বলিপাড়ায় উৎসাহের কমতি ছিল না। সেই সব উত্তেজনায় ইতি টানলেন সলমন নিজেই। সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্ট করে সলমন খোলাখুলি জানিয়ে দিলেন তিনি বিবাহিত!
গপ্পোটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সলমন খান। যে ভিডিওতে ডবল রোলে দেখা গিয়েছে সলমনকে। এক সলমন, আরেক সলমনকে বিয়ে নিয়ে প্রশ্ন করতেই, সলমনের সোজা উত্তর, আমি বিবাহিত! এই ভিডিও দেখে ইতিমধ্যেই শোরগোল শুরু বলিপাড়ায়। তবে ভিডিও পোস্ট করে সলমন কিন্তু স্পষ্ট করলেন, এই ভিডিওর নেপথ্যের গল্প!
তা কী লিখলেন সলমন?
ভিডিও পোস্ট করে সলমন লিখলেন, বিয়ে হয়েছে নাকি হয়নি! তার জন্য এটা দেখতে হবে। সঙ্গে সলমন লিখলেন, এটা একটি বিজ্ঞাপনের ভিডিও।
View this post on Instagram
সলমন খান কবে বিয়ে করছেন, তা জানার জন্য কৌতুহলের শেষ নেই নেটিজেনদের মধ্যে। যখনই সলমন কোনও অভিনেত্রীর প্রেমে পড়েন, তখনই রটে যায় সলমনের বিয়ের গল্প। এই যেমন, সম্প্রতি সোনাক্ষী সিনহার সঙ্গে ফটোশপের কায়দায় ছবি জুড়ে সলমনের বিয়ের ছবি তুমুল ভাইরাল হয়েছিল। সেই ছবি নিয়ে নেটিজেনদের বোকা বলে কটাক্ষ করেছেন সোনাক্ষী। আর তারপরই সলমনের এরকম ভিডিও পোস্ট দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। অনেকে মনে করছেন, সোনাক্ষী ব্যাপারটা গোপন রাখলেও, সলমন কিন্তু বিয়ে নিয়ে খুল্লমখুল্লা বলতে একেবারেই রাজি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.