Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

সলমনের মারকাটারি অ্যাকশন! ‘সিকন্দর’-এর সেট থেকে ফাঁস ছবি

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন এই ছবি।

Salman Khan in action mode for 'Sikandar' shoot
Published by: Suparna Majumder
  • Posted:July 2, 2024 9:26 am
  • Updated:July 2, 2024 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণনাশের হুমকির তোয়াক্কা না করে ‘দাবাং’ মেজাজেই ‘সিকন্দর’ ছবির শুটিং শুরু করে দিয়েছেন সলমন খান (Salman Khan)। কড়া নিরাপত্তার মোড়কে শুটিং করছেন পরিচালক এ আর মুরুগাদোস। এর মধ্যেও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি। দাবি করা হচ্ছে, এই ছবি ‘সিকন্দর’ সিনেমার শুটিংয়ের। আর তাতে মারকাটারি অ্যাকশনের মুডে রয়েছেন সলমন খান।

Sikandar Shoot

Advertisement

গত পয়লা বৈশাখের স্মৃতি এখনও সলমন অনুরাগীদের মনে টাটকা। আচমকা ভাইজানের গ্যালাক্সি এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর সুপারস্টারের নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়। একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মধ্যে একজনের আবার হাজতেই মৃত্যু হয়েছে। ঘটনার নেপথ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর হাত রয়েছে বলেই অভিযোগ। কারণ কৃষ্ণসার হরিণের হত্যা মামলার পর থেকেই তাঁর নিশানায় রয়েছেন সলমন।

[আরও পড়ুন: শাহরুখের ছবিতে গান গেয়ে পুরস্কার পেয়েও অপমান! তিক্ত অভিজ্ঞতা শেয়ার অভিজিতের]

তবে এত কিছুর পরও মনের জোর হারাননি ভাইজান। ‘সুলতান’-এর মেজাজেই বাড়ির বাইরে বেরিয়েছেন তিনি। গত ২৭ জুন ‘সিকন্দর’ ছবির শুটিং শুরু হয়েছে। ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানা। এই প্রথমবার বলিউডের সুলতানের সঙ্গে কাজ করছেন তিনি।

এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি। উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের ‘জওয়ান’ (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা)। সাফল্যের আশায় এবারে এই পথই বেছে নিয়েছেন ভাইজান। আগামী বছরের ইদে ‘সিকন্দর’ মুক্তি পাওয়ার কথা।

Salman-Sikandar

[আরও পড়ুন: দুষ্কৃতীদের তাণ্ডব! হেনস্তার শিকার অভিনেত্রী-কাউন্সিলর শ্রীতমা, তীব্র প্রতিক্রিয়া মদন মিত্রর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement