Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

প্রাণনাশের হুমকির পর বাড়তি সতর্কতা, এবার বুলেট প্রুফ বিদেশি গাড়ি কিনলেন সলমন

এই গাড়ি চড়েই নতুন ছবির প্রচার সারছেন সলমন।

Salman Khan imports Nissan's most expensive car to Mumbai| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 7, 2023 9:35 am
  • Updated:April 7, 2023 9:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চমক দেওয়াটা একেবারে অভ্যাস বানিয়ে ফেলেছেন বলিউডের দাবাং খান সলমন। কখনও নতুন অবতারে সিনেমার পর্দায় ধরা দিচ্ছেন, তো কখনও ফিল্ম ফেয়ারের সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন কাঁধে। তবে এবার এসব নয়, বরং দামী বিলাসবহুল গাড়ি কিনে রীতিমতো চমকে দিলেন সলমন। তবে এই গাড়ি শুধুই বিলাসবহুল নয়, জানা গিয়েছে, একেবারে বুলেট প্রুফ কাচ দিয়ে ঘেরা এই গাড়ি।

সলমন কিনেছেন নিশান প্যাটরোল এসইউভি। দক্ষিণ-পূর্ব এশিয়ার গাড়ি বাজারে সদ্য হাজির হয়েছে এই গাড়ি। এখনও পর্যন্ত ভারতীয় বাজারে কিন্তু দেখা মেলেনি এই গাড়ির। তবে গাড়ির শৌখিন সলমন কিন্তু দেরি করলেন না। বিদেশের বাজার থেকে মুম্বইয়ের রাস্তায় নিয়ে আসলেন এই গাড়ি।

Advertisement

[আরও পড়ুন: ফারহান আখতারের অনুষ্ঠান মঞ্চ গুঁড়িয়ে দিল ভয়ানক ধুলোঝড়! ভাইরাল দুর্যোগের ভিডিও]

সামনেই মুক্তি পাবে সলমনের নতুন ছবি ”কিসি কা ভাই, কিসি কি জান”। নতুন গাড়িতে চেপেই এই ছবির প্রচার করছেন সলমন। অন্য়দিকে সলমনের উপর রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের প্রাণনাশের হুমকি। সেই কারণেই নিরাপত্তার ব্যাপারে কোনও আপসে যাচ্ছেন না সলমন। নতুন বুলেট প্রুফ গাড়িই এখন দাবাং খানের নতুন সঙ্গী।

[আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে রবিনার মেয়েকে অনুরাগীর ধাক্কা! বেজায় চটলেন অভিনেত্রী ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement