সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসের হিসেব বলছে গোটা বিশ্বে ৩৫৭ কোটির ব্যবসা করে ফেলেছে সলমনের ‘টাইগার ৩’। ইতিমধ্য়েই এই ছবি সুপারহিট হওয়ায় দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন সলমন। বহুদিন পর হিটের মুখ দেখে বেজায় খুশি বলিউডের ভাইজান। তবে ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, যেমনটি আশা ছিল, ‘টাইগার ৩’ কিন্তু তেমন ব্যবসা করতে পারেনি। সলমনের এই ছবি কিন্তু শাহরুখের পাঠান ও জওয়ান ছবির ব্যবসা থেকে অনেকটাই পিছিয়ে। তবুও পর পর ভরাডুবির বাজারে সলমনের এই ছবি যে ৩০০ কোটির ক্লাবে ঢুকতে পেরেছে, তাতেই খুশি সলমনভক্তরা।
তবে এবার অনুরাগীদের সুখবর দিলেন সলমন। স্পষ্টই জানালেন, ৩ বছরের মধ্য়ে ফের নতুন গল্প নিয়ে হাজির হবে ‘টাইগার’। অর্থাৎ ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে ৩ বছরের মধ্য়েই আসবে টাইগার ৪।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি একসাক্ষাৎকারে সলমন স্পষ্ট জানান, এখন আমার ৫৭ বছর বয়স। এই বয়সে আমি টাইগার ৩ করলাম। এরপর ৬০ বছর বয়স হলে, টাইগার ৪ নিয়ে আসব। সলমনের মুখে এমন কথা শুনে চমকে গিয়েছেন ক্যাটরিনা কাইফ।
#katrinakaif has all praises for her neighbor #ViratKohli & @BeingSalmanKhan CONFIRMS #tiger4 !!!! So much in one single clip love how kk’s favorite is #ViratKohli !!! ❤️❤️❤️ #INDvsAUS pic.twitter.com/QicFQlFSWS
— sanghamitra (@sanghamitra_4) November 19, 2023
প্রসঙ্গত, শনিবার ‘টাইগার ৩’ ভারতে ১৮.৫ কোটি টাকার ব্যবসা করতে পারলেও রবিবার সেই গ্রাফ চড় চড় করে নেমে ১০.২৫ কোটিতে দাঁড়িয়েছে। দুসপ্তাহে বিশ্বের বক্স অফিসে প্রায় ৩৫৭ কোটি টাকা আয় করেছে। বছর খানেক বাদে ‘হিট’-এর মুখ দেখতে পারলেও শাহরুখ খানের ‘পাঠান’, ‘জওয়ান’-এর রেকর্ড ছুঁতে পারলেন না সলমন খান। বিশ্বকাপ ফাইনাল ম্যাচের জন্যই দ্বিতীয় রবিবার সিনেবাজারের দৌঁড়ে পিছিয়ে পড়ল ‘টাইগার ৩’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.