Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

গ্যালাক্সির বাইরে জনঅরণ্য, দরবারে এসেই ভক্তদের ‘সালাম নমস্তে’ জানালেন ‘সুলতান’ সলমন

জন্মদিনে ভাইজানকে শুভেচ্ছা জানাতে বাংলোর বাইরে ভিড়।

Salman Khan Greets Fans Gathered Outside Galaxy On His Birthday | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:December 27, 2023 8:33 pm
  • Updated:December 27, 2023 8:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকাল থেকেই ‘পীঠস্থান’ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভিড় জমিয়েছিলেন সলমন খানের ভক্তরা (Salman Khan Birthday)। কারও হাতে প্ল্যাকার্ড, কারো হাতে ফুল, কেক… যেন একঝলক ‘ঈশ্বরদর্শন’ করার মতো। গ্যালাক্সির বাইরে উন্মত্ত জনসমুদ্রের ঢেউ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বেড়েছে। ভাইজানকে একঝলক দেখবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। শেষমেশ দরবারে দেখা দিলেন বলিউডের ‘সুলতান’ সলমন খান।

চিরাচরিত প্রথায় সন্ধেবেলা পরিবারের সদস্যদের নিয়ে গ্যালাক্সির বারান্দায় হাজির সলমন খান। সালাম, নমস্তে ভঙ্গিতে ভক্তদের উদ্দেশে ভালোবাসাও প্রকাশ করতে দেখা গেল ভাইজানকে। পাশেই দাঁড়িয়ে বাবা সেলিম খান। সলমনের পরনে ধূসর রঙের ক্যাজুয়াল টিশার্ট। হাত তুলে হাসিমুখেই অনুরাগীদের ধন্যবাদ জানাতে দেখা গেল বলিউড সুপারস্টারকে। উপস্থিত অনুরাগীদের তখন সে কী উল্লাস!

Advertisement

[আরও পড়ুন: ‘লোক দেখানো শুভেচ্ছা আমি জানাই না…!’, সলমনের জন্মদিনে এ কী বলে ফেললেন শাহরুখ?]

এদিন ৫৮ বছরে পা রাখলেন সলমন খান। ৫৮-তে পা দিলেন বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan)। মঙ্গলবার ভোররাত থেকেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। বলিউডের অন্যান্য তারকা বন্ধুদের তরফেও এসেছে শুভেচ্ছাবার্তা। সেই তালিকায় যেমন শাহরুখ-কাজলরা রয়েছেন, তেমনই রয়েছেন ক্যাটরিনা কাইফ, সোনম কাপুর-সহ করণ জোহর।

[আরও পড়ুন: ২৫ বছর বাদে করণ জোহরের ছবিতে সলমন, ভাইজানের জন্মদিনে বড় উপহার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement