Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

জিম করতে গিয়ে অঘটন! ছবি পোস্ট করে সলমন লিখলেন, ‘টাইগার জখমি হ্যায়!’

'টাইগার ৩'-এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত ভাইজান।

Salman Khan got injured during Tiger 3 shoot | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:May 18, 2023 7:00 pm
  • Updated:May 18, 2023 8:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘টাইগার ৩’-এর শুটিংয়ের মাঝে গুরুতর আহত সলমন খান। ছবি শেয়ার করে নিজেই ভক্তদের দুঃসংবাদ দিলেন ভাইজান। এমন পোস্ট দেখে স্বাভাবিকভাবেই অনুরাগীদের কপালে ভাঁজ। ঠিক কী হয়েছে?

প্রসঙ্গত, গত শনিবারই কলকাতায় শো করে গিয়েছেন সলমন। ফিরে চলতি সপ্তাহেই মুম্বইতে ‘টাইগার ৩’-র শুটিংয়ের পরিকল্পনা ছিল। যেখানে ভাইজানের সঙ্গে বিশেষ দৃশ্যের শুটিং করার কথা শাহরুখ খানের। ইতিমধ্যেই মাড আইল্যান্ডে শুটিং শুরু হয়ে গিয়েছে। আর এসবের মাঝেই ঘটল অঘটন! শরীরচর্চা করতে গিয়ে কাঁধে চোট পেলেন ভাইজান।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে সলমন নিজের ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেছেন, তা দেখে শোরগোল পড়ে গিয়েছে। সেখানেই দেখা গেল, খালি গায়ে ক্যামেরার দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছেন ভাইজান। তবে নজর কাড়ল অভিনেতার কাঁধের টেপ। সাধারণত, চোটের কারণে চিকিৎসকদের পরামর্শে এই ধরনের টেপ ব্যবহার করা হয়।

[আরও পড়ুন:  কোলে ১ দিনের সন্তান, বরের সামনে সলমনের সঙ্গে প্রেমের খোঁটা শুনতে হয় ভাগ্যশ্রীকে]

ছবির ক্যাপশনে সলমন লিখেছেন- “যখন কেউ ভাবে যে সে সারা বিশ্বের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে, তখন আমি তাকে বলি, আগে পাঁচ কেজির ডাম্বল তুলে দেখাও।” সেইসঙ্গে সিনেম্যাটিক স্টাইলে যোগ করেন- ‘টাইগার জখমি হ্যায়..’, অর্থাৎ ‘টাইগার আহত’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

[আরও পড়ুন:  ওহ লাভলি! টলিউডে পা রেখেই সুপারস্টার, সুইমিংপুলে ‘মদনদা’র ‘নায়িকা-বিলাস’]

সূত্রের খবর, মাড আইল্যান্ডে শুট করতে গিয়েই বিপত্তি ঘটে। কাঁধে চোট পান সলমন। আপাতত বিশ্রামে রয়েছেন অভিনেতা। তবে চিন্তার রেশ কাটেনি ভাইজান-ভক্তদের। বলিউড সুপারস্টারের পোস্টের কমেন্ট বক্সে উঁকি দিয়েই তা বেশ বোঝা গেল। কেউ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। আবার কারও মন্তব্য, “আহত বাঘ সবথেকে বেশি ভয়ঙ্কর।” সামনের নভেম্বরেই মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement