Advertisement
Advertisement
Salman Khan

বারবার প্রাণনাশের হুমকি! ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন সলমন খান

এক্স ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন অক্ষয় কুমার ও অনুপম খের।

Salman Khan gets Y+ security after threats from Lawrence Bishnoi gang
Published by: Akash Misra
  • Posted:November 1, 2022 3:16 pm
  • Updated:November 1, 2022 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিষ্ণোই গ্যাংয়ের বার বার প্রাণনাশের হুমকি! বলিউডের দাবাং খানের নিরাপত্তা বাড়াল মুম্বই পুলিশ। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এখন থেকে সলমন পাবেন ওয়াই ক্য়াটাগরির নিরাপত্তা। তবে শুধুই সলমন (Salman Khan) নয়, এক্স ক্য়াটাগরির নিরাপত্তা পেয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar) ও অনুপম খের (Anupam Kher)।

সূত্র বলছে, এখন থেকে সলমনের সঙ্গে থাকবেন ২ জন গার্ড। আগে সলমনের একজন পুলিশ গার্ড সবসময় অস্ত্র নিয়ে মোতায়েন থাকতেন। কিন্তু এখন তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে দুই পুলিশ গার্ড অভিনেতার সঙ্গে ২৪ ঘণ্টা অস্ত্র নিয়ে থাকবেন। 

Advertisement

প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমন খানের বিরুদ্ধে। তারপর থেকেই সলমনকে নিজের শত্রু হিসেবে মানে লরেন্স বিষ্ণোই। এর আগে একাধিকবার সলমন খানকে হুমকি দিয়েছে সে। সুপারস্টারের প্রাণনাশের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে শোনা গিয়েছে। এবার খবর, দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল নাকি জানতে পেরেছে গত ১০ জুলাই আবারও সলমনকে হুমকি দেওয়া হয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের পক্ষ থেকে।

Juvenile among 2 terror accused held was allegedly tasked with 'eliminating' Bollywood star

[আরও পড়ুন: তিন বছর পর দেশে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া, নতুন ছবির শুটিং নাকি অন্য কিছু? ]

শুধু সলমন খান নয়, তাঁর বাবাকেও খুনের হুমকি দেওয়া হয়েছে চিঠিতে। তার জেরে বলিউড সুলতানের নিরাপত্তাও বাড়ানো হয়। থানায় গিয়ে ভাইজান জানিয়েও আসেন তাঁর কোনও শত্রু নেই। কিন্তু পরে আবার শোনা যায়, হুমকি চিঠির জন্য সলমনের নিরাপত্তা বাড়ানো হয়নি। এর নেপথ্যে রয়েছে অন্য কারণ। সুপারস্টারের বাড়ির সামনেই তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়। আর এর পিছনে রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।

Akshay Kumar becomes the highest taxpayer from the entertainment industry

সলমন ও তাঁর পরিবারের কাছ থেকে তোলা আদায় করার চেষ্টা চলছে এমন কথাও শোনা গিয়েছে। সলমনের আইনজীবীকেও খুনের হুমকি দেওয়া হয়েছে। সূত্রের খবর, হুমকি চিঠিগুলির নিচে ‘LB-GB’ লেখা থাকছে। মনে করা হচ্ছে লরেন্স বিষ্ণোইর নাম হিসেবে ‘LB’ লেখা হচ্ছে। আর ‘GB’ লেখা হচ্ছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রারের নামে। বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গোল্ডি। পাঞ্জাবী সংগীত শিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala) হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত সে। পুলিশ সূত্রে খবর, সিধুর খুনের দায় স্বীকার করেছে কানাডার কুখ্যাত এই গ্যাংস্টার।

[আরও পড়ুন: প্রেমে পড়ে খুনের পরিকল্পনা! ‘মনিকা ও মাই ডার্লিং’ ছবির ট্রেলারে চমক দিলেন রাজকুমার, হুমা, রাধিকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement