Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

‘দুকোটি না দিলে মরতেই হবে’, ফের সলমনকে প্রাণনাশের হুমকি

একের পর এক খুনের হুমকি। দিওয়ালিতেও রেহাই নেই সলমন খানের। ফের সুপারস্টারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এমনই খবর জানা গিয়েছে। এবার মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের কাছে হুমকি বার্তা এসেছে বলেই খবর।

Salman Khan Gets Death Threat Again, Says Report
Published by: Suparna Majumder
  • Posted:October 30, 2024 10:00 am
  • Updated:October 30, 2024 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে বন্ধু বাবা সিদ্দিকির হত্যা। তার পর একের পর এক খুনের হুমকি। দিওয়ালিতেও রেহাই নেই সলমন খানের (Salman Khan)। ফের সুপারস্টারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এমনই খবর জানা গিয়েছে। এবার মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের কাছে হুমকি বার্তা এসেছে বলেই খবর।

Salman Khan

Advertisement

বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন সলমনের অনুরাগীরা। জানা গিয়েছে, ট্রাফিক কন্ট্রোলরুমে আসা হুমকি বার্তাতে বলা হয়েছে, ‘দুকোটি না দিলে সলমন খানকে মরতেই হবে।’  কে বা কারা এই ধরনের হুমকি বার্তা পাঠিয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। অজ্ঞাতপরিচয় অভিযুক্তর বিরুদ্ধে একটি খুন ও তোলাবাজির অভিযোগও দায়ের করা হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন খান। আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে। দশেরার দিন বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়। পূর্ব বান্দ্রায় বাজি ফাটাচ্ছিলেন এনসিপি (অজিত) নেতা। সেই সময়ই তার উপরে দুষ্কৃতীদের হামলা হয়। আচমকাই সেখানে হাজির হয় তিন দুষ্কৃতী। তারা লাগাতার গুলি চালাতে থাকে। গুলি ফুঁড়ে দেয় সিদ্দিকির শরীর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সিদ্দিকির। ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

salman-khan

বন্ধুর মৃত্যুসংবাদ পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন সলমন। শোনা গিয়েছে, অত্যন্ত ভেঙে পড়েছেন তিনি। কিন্তু হুমকির শেষ নেই। এর আগে হুমকি বার্তা পাঁচ কোটি টাকার দাবি করা হয়েছিল। সেই ঘটনার অভিযুক্ত হিসেবে জামশেদপুরের এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যেই আবার কিছুদিন আগে আবার সলমন খান ও বাবা সিদ্দিকির ছেলে তথা  মুম্বইয়ের বান্দ্রা-পূর্ব আসনের বিধায়ক জিশান সিদ্দিকিকে হুমকি দেওয়ার অভিযোগে নয়ডা থেকে ২০ বছরের এক যুবককে পাকড়াও করা হয়েছে। কিন্তু তার পরও হুমকির পালা অব্যাহত।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement