Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

এপ্রিলের ৩০ তারিখেই ভাইজান খতম! গোরক্ষকদের কাছ থেকে হুমকি ফোন পেলেন সলমন

সলমনের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।

Salman Khan gets another death threat| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 11, 2023 1:12 pm
  • Updated:April 11, 2023 5:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর প্রচারে বেজায় ব্যস্ত সলমন খান। কিন্তু বলিউডের এই ভাইজানের ‘জান’ কিন্তু বেশ বিপদে। একে তো বিষ্ণুই গ্যাং একের পর এক প্রাণনাশের হুমকি দিয়েই চলেছেন। ঠিক সেই সময়ই যোধপুর থেকে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে এল হুমকি ফোন, এপ্রিল মাসের ৩০ তারিখই সলমনের জীবনের শেষ দিন। এদিনই খুন করা হবে ভাইজানকে! আর তা যেন অভিনেতাকে জানিয়ে দেওয়া হয়।  শোনা গিয়েছে, ঘটনায় এক নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাতে এরকম ফোন পেয়ে নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। সলমনের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। এমনিতেই অভিনেতা বুলেট প্রুফ গাড়িতে ঘুরছেন। ওয়াই ক্য়াটাগরির নিরাপত্তা পাচ্ছেন। এই হুমকি ফোন আসার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়।

[আরও পড়ুন: চুমু কাণ্ডে মিকাকে অবশেষে ক্ষমা করলেন রাখি, মামলা তুলতে হাই কোর্টে হাজির গায়ক]

পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই হুমকি ফোন এসেছিল যোধপুর থেকে। ফোনের ওপারে যে ছিল সে নিজেকে গোরক্ষক রকি ভাই নামে পরিচয় দিয়েছিল। শোনা যাচ্ছে, ফোনের সূত্র ধরেই নাবালকের সন্ধান পায় মুম্বই পুলিশ। 

[আরও পড়ুন: ভিএফএক্স নয়, শরীরের সিক্স প্যাক একেবারে আসল, জামা খুলে দেখালেন সলমন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement