ছবি ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই সলমন খানের মুখে সর্বধর্ম সমন্বয়ের কথা শোনা যায়। ধর্মের কারণে তিনি বারবার প্রশ্নের মুখে পড়লেও সবসময়ই সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন অভিনেতা। এবারের ইদে আগামি ৩০ মার্চ বড়পর্দায় আসছে সলমন খানের নতুন ছবি ‘সিকন্দর’। তার আগে আরও একবার শিরোনামে উঠে এলেন অভিনেতা। এবার সম্পূর্ণ নতুন কারণে তাক লাগালেন বলিউডের ভাইজান। তাঁর হাতের ঘড়িটি দেখে সকলের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়! কী এমন আছে সেই ঘড়িতে? ‘রামনাম’ লেখা আছে। অবাক হলেন তো!
ছবি রিলিজের আগে ‘সিকন্দর’ সলমনের হাতে দেখা গেল অযোধ্যার রাম জন্মভূমি এডিশনের স্পেশাল লাক্সারি ওয়াচ- যার পোশাকি নাম ‘এপিক এক্স রাম জন্মভূমি রোজ গোল্ড এডিশন’। গেরুয়া রঙের এই বিশেষ ঘড়িটিতে রাম ও হনুমান-সহ রামমন্দিরের বিশেষ প্রতীক রয়েছে। লাক্সারি ব্র্যান্ড জেকব অ্যান্ড কোম্পানির ডিজাইন করা এই বিশেষ ঘড়ির দাম শুনলে আপনি মূর্ছা যেতেই পারেন! জানেন, কত দাম সেই ঘড়ির? ৬১ লাখ টাকা। হ্যাঁ, ঠিকই পড়ছেন। বৃহস্পতিবার নিজের সোশাল মিডিয়ায় এই বহুমূল্য ঘড়ি পরে নিজেই ছবি পোস্ট করেছেন ভাইজান সলমন। এই লাক্সারি ওয়াচটি পরে কি বিশেষ কোনও বার্তা দিতে চেয়েছেন অভিনেতা? নেটিজেনরা একে ছবির প্রচারের অঙ্গই মনে করছেন। শুধু এই বিশেষ এডিশনের ঘড়ি পরেছেন তাই নয়, ব্র্যান্ডের বিজ্ঞাপনী ভিডিওয় দেখা গিয়েছে অভিনেতার হাতে রয়েছে জ্যাকব অ্যান্ড কোম্পানির আরও একটি বিশেষ মডেলের ঘড়ি। নীলরঙা ঘড়িটির ডায়াল তৈরি হয়েছে ভারতীয় জাতীয় পতাকার রঙে। এবং তারই একপাশে রয়েছে সলমনের এস.কে লেখা সাক্ষর। এই ঘড়িও সলমনের হাত ধরেই লঞ্চ করল কোম্পানি।
উল্লেখ্য, ইথোস ওয়াচেসের সহযোগিতায় তৈরি জ্যাকব অ্যান্ড কোং ‘এপিক এক্স রাম জন্মভূমি এডিশন ২’-এর এই বিশেষ মডেলের ঘড়িটি নির্মাণ করেছে, যার মূল আকর্ষণ তার চিত্তাকর্ষক নকশা। ঘড়িটিতে খোদাই করা রয়েছে রাম জন্মভূমি ও রাম-হনুমানের মূর্তি। তাছাড়া এটি অযোধ্যার স্থান মাহাত্ম্য ও সাংস্কৃতিক-আধ্যাত্মিক মর্মকে প্রতিফলিত করছে। সীমিত সংস্করণের এই ঘড়িতে ভারতীয় ইতিহাসের তাৎপর্য প্রদর্শিত হয়েছে। ডায়ালটিতে রাম মন্দিরের প্রতীক অত্যন্ত যত্ন সহকারে খোদাই করা হয়েছে। এছাড়াও, ডায়াল এবং বেজেলে হিন্দু দেবতাদের কথাও খোদাই করা রয়েছে। এই বিশেষ এডিশনের ঘড়িটি ইতিপূর্বে আরেক বলি তারকা অভিষেক বচ্চনের হাতেও দেখা গিয়েছিল।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.