সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খান (Salman Khan) যতই সাবধান থাকতে বলুন না কেন তাঁর কিছু ভক্ত কোনও কথা কানে তুলছেন না। কিছুদিন আগেই মহারাষ্ট্রের সিনেমা হলে ‘টাইগার ৩’ (Tiger 3) চলাকালীন একদল ব্যক্তি দেদার শব্দবাজি ফাটাতে শুরু করেন। ঘটনার জেরে দুজনকে আটকও করা হয়। সেই সময় অনুরাগীদের সতর্ক করেন ভাইজান। কিন্তু তাতে যেন কোনও ভ্রুক্ষেপই নেই। এবার নেপালের প্রেক্ষাগৃহে এক দর্শক ছাড়ালেন শালীনতার মাত্রা। শার্ট খুলে নাচলেন সিনেমা হলে।
শুক্রবার নয়, রবিবার অর্থাৎ দিওয়ালির দিন মুক্তি পায় সলমন-ক্যাটরিনার ‘টাইগার ৩’। মুক্তির দিনই ৫৮ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। দ্বিতীয় দিনে ছবির আয় ৫৮ কোটি টাকা। ফলে মাত্র দুদিনে একশো কোটির ক্লাবে সলমনের ছবি। আর এতেই ভাইজান নতুন রেকর্ডের মালিক। কারণ ‘টাইগার ৩’ তাঁর ১৭তম সিনেমা যা মাত্র দুদিনে একশো কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলল। আবার ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর এটিই বছরের তৃতীয় ছবি হিসেবে দুদিনে একশো কোটি টাকার ব্যবসা করল।
TIGER HITS CENTURY IN 2 DAYS… #Tiger3 hits the ball out of the park on Day 2 [Mon]… The *2-day* total now crosses ₹ 100 cr mark, it’s the third #Hindi film [in 2023] to hit century in 2 days / 48 hours: #Pathaan [Jan], #Jawan [Sept] and now #Tiger3 [Nov].#Tiger3 went on an… pic.twitter.com/pWbQCAEVUy
— taran adarsh (@taran_adarsh) November 14, 2023
বক্স অফিসে যখন ভাইজান একের পর এক রেকর্ড গড়ছেন, তখন তাঁর অনুরাগীদের কয়েকজন অতি উচ্ছ্বাসের জেরে চিন্তার কারণ হয়ে উঠছেন। মহারাষ্ট্রের ঘটনার পর সলমন X হ্যান্ডেলে লিখেছিলেন, “আমি শুনছি, টাইগার ৩ চলাকালীন নাকি প্রেক্ষাগৃহের অন্দরে শব্দবাজি ফাটানো হয়েছে। এটা খুব বিপজ্জনক। নিজেদের আর বাকিদের ঝুঁকিতে না রেখে নির্ভেজালভাবে সিনেমাটা উপভোগ করুন। সাবধানে থাকুন।”
কিন্তু ভাইজানের এই কথা যেন কয়েকজন কানেই তুলছেন না। এবার নেপালের এক সিনেমা হলের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ‘টাইগার ৩’ চলাকালীন ভাইজানের এক ভক্তকে শার্ট খুলে সিনেমা হলের মধ্যে নাচতে দেখা গিয়েছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন আবার তাঁকে উৎসাহও দিচ্ছিলেন। মহারাষ্ট্রের ঘটনায় সংবিধানের ১১২ ধারায় চবনী পুলিশ স্টেশনে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। আটক হয়েছিলেন দুজন। কিন্তু নেপালের ঘটনায় খনও পর্যন্ত এমন কোনও খবর মেলেনি।
Salman Khan fans enjoying Tiger 3 in Nepal #SalmanKhan #Tiger3 pic.twitter.com/tLEio4w5dG
— Urban Asian (@UrbanAsian) November 13, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.