Advertisement
Advertisement
Tiger 3

সলমনের উপর ‘মেহেরবান’ সেন্সর বোর্ড, কোনওরকম কাঁচি ছাড়াই ছাড়পত্র পেল ‘টাইগার ৩’!

আক্রমণের মুখে ভারত, সম্মুখ সমরে ইমরান-সলমন! জিতবে কে?

Salman Khan face off Emraan Hashmi in Tiger 3 new Promo, Gets U/A Certificate | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 3, 2023 1:29 pm
  • Updated:November 3, 2023 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের ‘পাঠান’, ‘জওয়ান’-এর উপর কাঁচি চালিয়েছিল সেন্সর বোর্ড। এমনকী অক্ষয় কুমারের ‘OMG 2’ ছবিও ছাড় পায়নি CBFC-র হাত থেকে। বাদ গিয়েছিল বেশ কয়েকটি দৃশ্য। তবে সলমন খানের উপর সম্ভবত ‘মেহেরবান’ সেন্সর বোর্ড। কারণ কোনওরকম কাঁচি না চালিয়েই ‘টাইগার ৩’কে (Tiger 3) ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন।

সলমনের (Salman Khan) ছবিকে U/A সার্টিফিকেট দিয়েছে ‘টাইগার ৩’। তবে সিনেমার বেশ কয়েকটি দৃশ্যে বদল আনার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, সেন্সর বোর্ড কমিটির তরফে শুধুমাত্র আড়াই ঘণ্টার ছবির অডিও কাট চাওয়া হয়েছিল। তবে তাতে কোনওরকম আপত্তি করেননি তাঁরা। তবে সাবটাইটেলে ‘বেবাকুফ’ শব্দের পরিবর্তে ‘মাসরুফ’ ব্যবহার করার নির্দেশ দিয়েছে বোর্ড। জাতীয় সংগীতেরও ব্যবহারেও কোনওরকম বদল হয়নি সলমনের ছবিতে।

Advertisement

প্রসঙ্গত, বলিউডের বিগ ফ্রাইডে আপডেটে নতুন টিজারের দৌলতে ইতিমধ্যেই ‘টক অফ দ্য টাউন’ সলমন খানের ‘টাইগার ৩’। যে টিজারেখলচরিত্রে নজর কাড়লেন ইমরান হাসমিও ( Emraan Hashmi)। দেশকে শত্রুর হাত থেকে বাঁচাতে ভারতীয় গুপ্তচরের ভূমিকায় ভাইজানকে দেখা গেল তুখড় অ্যাকশন দৃশ্যে। ইমরানও পাল্লা দিয়ে লড়েছেন। ক্যাটরিনা কাইফের মারপিটের দৃশ্যেও ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। এবার অপেক্ষা ১২ নভেম্বরের। কারণ দিওয়ালি উপলক্ষে সেদিনই প্রেক্ষাগৃহে আসছে সলমনের বহুপ্রতীক্ষিত এই ছবি। অতঃপর দীপাবলির বক্স অফিসে যে ধুন্ধুমার ‘খেলা হবে’, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: ‘তোমরা সবসময়ই স্পেশাল…’, জন্মদিনে ‘পাঠান’-এর গানে নেচে অনুরাগীদের ধন্যবাদ শাহরুখের]

শাহরুখ খানের ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর এবার ‘টাইগার’-এর পালা। দিওয়ালিতেই বক্স অফিসের দখল নিতে আসছেন বলিউডের সুলতান সলমন খান (Salman Khan)। ইতিমধ্যে বেশ কয়েকটা ঝলক দেখে উত্তেজনার ফুটছেন ভাইজানের অনুরাগীরা। উত্তেজনার পারদ কতটা চড়েছে? অগ্রীম বুকিংয়ের বহর দেখেই, তা বেশ বোঝা যাচ্ছে।

[আরও পড়ুন: ‘ডাঙ্কির হিরো আমি নই…’, রাজকুমার হিরানির ছবি নিয়ে বড়সড় তথ্য ফাঁস শাহরুখের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement