সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদ মানেই সলমন খানের (Salman Khan) ছবি। এযাবৎকাল তিন খানের মধ্যে বক্স অফিসের হিসেব ভাগ করা ছিল। তবে এবার হিসেবের উলট পুরাণ! ইদে নয়, দীপাবলিতেই সিনেমা রিলিজ করতে চলেছেন ভাইজান। অগ্রীম বুকিংয়ে ইতিমধ্যেই ঝড় তুলে দিয়েছে ‘টাইগার ৩’।
এর আগে ইদের বক্স অফিসে অপ্রতিরোধ্য তকমা অর্জন করেছিলেন সলমন ঠিকই, কিন্তু সেই খেতাবে বর্তমানে ঝুল পড়েছে! সলমনের শেষ ইদ সুপারহিট ছবি ২০১৯ সালে। সেটা ছিল ‘ভারত’। ১০০ কোটি বাজেটের ছবি ২৫০ কোটির ব্যবসা করেছিল। প্রসঙ্গত, অতিমারী উত্তর পর্ব থেকেই ইদে ভাইজানের ক্যাশবাক্স খুব একটা ভারী হচ্ছে না। সুপারহিট হওয়া দূরঅস্ত, বরং ফ্লপের নীরিখে এগিয়ে রয়েছেন সলমন খান। চলতি বছরের প্রথমার্ধে ইদের মরশুমে মুক্তিপ্রাপ্ত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটিও মুখ থুবড়ে পড়েছিল। ১৫০ কোটির ব্যবসাও দিতে পারেনি। এর আগে ২০২১ সালের ইদে রিলিজ করা ‘রাধে’র ব্যবসার গ্রাফ আরও খারাপ ছিল। অতিমারী পর্বে যদিও সেই ছবি প্রথমে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল, তবে পরে হলে রিলিজ করলেও মাত্র ৬০ লক্ষ টাকার ব্যবসা করে। তবে এবার ইদে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ভরাডুবির পর দীপাবলিই সলমনের ‘পাখির চোখ’। ‘টাইগার ৩’ দিয়েই যে ফের পুরনো ঝাঁজে ফিরতে চলেছেন ভাইজান, তা অগ্রীম বুকিংয়ের গ্রাফ দেখে ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন সিনে বাণিজ্য বিশ্লেষকরা।
মুক্তির আগেই কয়েক কোটি টাকা ঢুকেছে সলমনের পকেটে। ফার্স্ট ডে ফার্স্ট শো ইতিমধ্যেই হিট। প্রায় ৬০ হাজার টিকিট বিক্রি করে নতুন রেকর্ডের পালক জুড়েছে ‘টাইগার ৩’র মুকুটে। পরিস্থিতি বুঝে অনেক জায়গাতেই বাড়িয়ে দেওয়া হয়েছে শোয়ের সংখ্যা। শুধু ভারতে নয় দুবাই, এমনকী রিয়াধেও মধ্য রাত থেকে সলমন খানের ছবি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে হল মালিকেরা। বলিউড মাধ্যম সূত্রে খবর, সোমবার, ১৩ নভেম্বর থেকে দেশের একাধিক রাজ্যের হল মালিকেরা দিনভর ভাইজানের ছবি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাতেও সেই একই দৃশ্য। দিওয়ালির মরশুমে যেহেতু সেভাবে কোনও বড় বাংলা ছবি রিলিজ করছে না, সেই প্রেক্ষিতেই বক্স অফিসে যে ‘সুলতান’ একচেটিয়া রাজত্ব করবেন, তা বেশ বোঝা যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.