Advertisement
Advertisement
Salman Khan

‘কিসিং মাস্টার’ ইমরানকে প্রকাশ্যেই চুম্বন সলমনের, ‘টাইগার’-এর কীর্তিতে তাজ্জব ক্যাটরিনা

দেখুন সলমন-ইমরানের চুম্বনের ভাইরাল ভিডিও।

Salman Khan does kissing scene with Emraan at Tiger 3 success party | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 18, 2023 3:13 pm
  • Updated:November 18, 2023 3:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর খানেক বাদে মন্দা কেরিয়ারের গ্রাফ উঠেছে। একের পর এক ফ্লপ দিয়ে ভাইজান অবশেষে হিটের মুখ দেখতে পেরেছেন। আর সুপারহিট বক্সে প্রত্যাবর্তন করেই গর্জন ‘টাইগার’-এর। ৩০০ কোটির ক্লাবে ঢুকতেই ‘টাইগার ৩’র সাকসেস পার্টির আয়োজন করেছিলেন সলমন খান (Salman Khan)। সেখানেই এমন কাণ্ড ঘটালেন যা দেখে উপস্থিত সকলের মুখ হা!

শুক্রবার রাতে অনুরাগীদের জন্য মুম্বইয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সলমন। যেখানে ‘টাইগার’-এর সাফল্যের উদযাপন হল ঘটা করে। মঞ্চে দ্যুতি ছড়ালেন সলমন খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাসমিরা (Emraan Hashmi)। আর সেখানেই প্রকাশ্যে বলিউডের ‘কিসিং মাস্টার’ ইমরানকে প্রায় চুমু খেয়ে বসলেন ভাইজান। ‘টাইগার’-এর এমন কীর্তি দেখে তাজ্জব ক্যাটরিনা কাইফ।

Advertisement

দিওয়ালির মরশুমে রিলিজ হওয়া ‘টাইগার ৩’কে (Tiger 3) ইতিমধ্যেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বিশ্বের বক্স অফিসে ৩০০ কোটির ব্যবসা করা ছবির জয়গান যখন গাইছিলেন সলমন, তখন পাশে দাঁড়িয়ে থাকা ইমরান হাসমির দিকে আচমকাই এগিয়ে গেলেন তিনি। শুধু তাই নয়, ‘চুম্বন শিল্পী’কে উচ্ছ্বাসের বশে চুমু খাওয়ার চেষ্টাও করলেন। ভাইজানের তরফে এমন অপ্রত্যাশিত ঘটনায় হতবাক সকলে। সেই ভিডিও ভাইরাল হতেও সময় নিল না নেটপাড়ায়।

[আরও পড়ুন: বাদশা নন, এবার বুর্জ খলিফার চূড়ায় রণবীর রাজ! ৬০ সেকেন্ডেই খেল দেখাল ‘অ্যানিম্যাল’]

যে ভিডিওয় সলমনকে বলতে শোনা গেল, “ক্যাটরিনা যখন এই ছবিতে আছে, তখন একটু-আধটু রোম্যান্স তো হবেই!” এরপরই ইমরানের দিকে তাকিয়ে ভাইজানের মন্তব্য, “ইমরান যদি আতিসের চরিত্রটা না করত, তাহলে এই কাজটা হয়েই যেত…”, বলেই ইমরান হাসমিকে চুম্বন করতে এগিয়ে গেলেন তিনি। তারপরই ভাইজানের রসিকতা, “আমার হয়তো অভ্যেস নেই। কিন্তু মনে হচ্ছে অনস্ক্রিন ইমরানের চুমু খাওয়ার অভ্যেসটা একেবারেই চলে গিয়েছে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: ঐশ্বর্যর সঙ্গে বনিবনা নেই শাশুড়ি জয়ার? অমিতাভের হুঁশিয়ারি, ‘বাঙালিদের সঙ্গে তর্ক কোরো না’!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement