ছবি ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পাচ্ছে সলমন খানের ‘সিকন্দর’। শুরু হয়ে গিয়েছে অগ্রিম বুকিংও। কিন্তু তার আগেই বিতর্কে জড়ালেন ভাইজান। বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে নকল করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে! যে বিতর্কে উত্তাল হয়ে উঠেছে নেটপাড়া।
বিতর্কের সূত্রপাত ‘সিকন্দর’ ছবির প্রযোজক তাঁর সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘জোহরা যবিন’ গানটি শেয়ার করার পরই। সেই গান দেখেই নেটিজেনদের অভিযোগ, সলমন নাকি বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে কপি করেছেন! ২০২৩ সালে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটি। সেই ছবিতে ‘কুরবানি কুরবানি’ গানে শাকিবের লুক, এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু নকল করেছেন বলি সুপারস্টার। সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যগ্রহণ সবকিছুর সঙ্গের নাকি মিল রয়েছে সলমনের ‘জোহরা যবিন’ গানের। আর এই তুলনা টেনেই ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই।
যদিও গানটি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। কিন্তু তার মধ্যেই ছবির প্রযোজকদের বিরুদ্ধে ‘চুরি’র অভিযোগ সমালোচকদের। এক্স হ্যান্ডেলে এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন মুরুগাদোস পরিচালিত ‘সিকন্দর’-এর বিরুদ্ধে। এদিকে তাঁর এই পোস্টের বিরুদ্ধে সরব হয়েছেন ভাইজানের অনুগামীরাও। তাঁদের দাবি- ‘পোশাকের মিল মানেই অনুকরণ নয়।’ অন্যদিকে আরেক নেটিজেন ব্যঙ্গ করে লিখেছেন ‘কী দিন এল, বাংলাদেশি অভিনেতাকেও কপি করতে হচ্ছে!’ অপরজনের বক্রোক্তি, ‘দারুণ বিষয়! ভাইজান প্রচুর বাংলাদেশি ছবি দেখছেন।’ কেউ লিখেছেন, ‘ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতেও পারবে না!’ এমনই সব তর্ক-বিতর্কে সরগরম নেটপাড়া।
উল্লেখ্য গত দু’সপ্তাহ আগে ‘জোহরা যবিন’ গানটি মুক্তি পেয়েছে। প্রীতমের সুরে গানটি গেয়েছেন নাকাশ আজিজ। সমীর আর দানিশ সাবরি গানটি লিখেছেন। মুরুগাদোস পরিচালিত ‘সিকন্দর’ ছবির এই গানে সলমনের সঙ্গে দেখা যাচ্ছে ছবির নায়িকা রশ্মিকা মন্দানাকেও।
Bangladeshi Hero Ka COPY Kar Leta Hun Kisiko Pata Nehi Chalega
#Sikandar pic.twitter.com/j5yjcT1Wc6
— ᴬᶰᶦᴿᴮᴬᴺ (@nirban__) March 20, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.