Advertisement
Advertisement

Breaking News

সলমন খান

‘দুর্দান্ত মন্ত্রিসভা গঠন হয়েছে’, টুইটে মোদিকে শুভেচ্ছা সলমনের

ছবি মুক্তির আগে খবরে থাকার চেষ্টা করছেন সলমন, কটাক্ষ নেটিজেনদের।

Salman Khan Congratulates Prime Minister Narendra Modi
Published by: Sayani Sen
  • Posted:June 3, 2019 5:19 pm
  • Updated:June 3, 2019 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে ৫৪২-র মধ্যে ৩০৩টি আসন পেয়েছে বিজেপি৷ দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় নরেন্দ্র মোদি সরকার৷ মন্ত্রিসভাও গঠন হয়ে গিয়েছে ইতিমধ্যেই৷ ভাগ করে দেওয়া হয়েছে দপ্তরও৷ মন্ত্রিসভার দপ্তর বন্টনে আপ্লুত সলমন খান৷ টুইট করে মোদিকে সেকথা জানিয়েছেন তিনি৷

[ আরও পড়ুন: বিয়ে করে কী বেহাল অবস্থা রুদ্র-অঙ্কুশের! ‘বিবাহ অভিযান’-এর ট্রেলারেই টুইস্ট]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বলিউড তারকাদের সুসম্পর্ক যে রয়েছে, তা যদিও সকলেরই জানা৷ শপথগ্রহণ অনুষ্ঠানেও দেখা গিয়েছে একাধিক তারকাকে৷ ছিলেন কঙ্গনা রানাউত, শাহিদ কাপুর, করণ জোহরের মতো বলিউড ব্যক্তিত্ব৷ সলমন ছিলেন না ঠিকই৷ তবে রবিবার টুইট করে নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সকলকে শুভেচ্ছা জানান বলিউডের ভাইজান৷ প্রধানমন্ত্রীর দপ্তরকে ট্যাগ করে তিনি লেখেন, ‘‘দুরন্ত একটি দলের জন্য সম্মানীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন৷ শক্তিশালী এবং বৈষম্যহীন ভারত গড়ে তোলার উদ্যোগের ক্ষেত্রে সমগ্র মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাচ্ছি৷’’ তবে এই প্রথমবার নয়৷ এর আগে লোকসভা ভোটে জয়ের পরেও টুইটে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন সলমন খান৷ ভাইজান টুইট করেছিলেন, ‘‘এই বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন৷ ভারতকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে আপনার পাশে রয়েছি আমরা৷’’

Advertisement

[ আরও পড়ুন: ‘ঝামেলা করে ফ্যান ক্লাব, কটূক্তি শুনি আমরা’, সোশ্যাল মিডিয়ার ভূমিকায় ক্ষুব্ধ সলমন]

সোশ্যাল মিডিয়ায় সলমনের সঙ্গে মোদির কথাবার্তা আগেও হয়েছে৷ লোকসভা নির্বাচনের আগে অনুরাগীদের ভোটদানে উৎসাহিত করার জন্য দাবাং খান-সহ একাধিক তারকার কাছে আবেদন জানিয়েছিলেন নরেন্দ্র মোদি৷ টুইটে তিনি লিখেছিলেন, ‘‘ভোটদান শুধু অধিকারই নয়, কর্তব্যও৷ সলমন খান, আমির খান, আমাদের গণতন্ত্র এবং দেশকে শক্তিশালী করে তোলার জন্য আপনাদের নিজস্ব কায়দায় তরুণদের অনুপ্রাণিত ও উৎসাহিত করে তোলার সময় এসেছে৷’’ তবে নিন্দুকরা এই ইস্যুতেও সমালোচনা করতে ছাড়ছেন না৷ অনেকেই বলছেন, ‘ভারত’ ছবি মুক্তির আগে প্রচারে থাকতেই নাকি এসব করছেন সলমন৷ তবে দাবাং খান এ বিষয়ে কোনও মন্তব্য করেননি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement