Advertisement
Advertisement

Breaking News

Arijit Singh Tiger 3

‘টাইগার ৩’তে চাই হিট গান, অহংকার ঝেড়ে শেষমেশ অরিজিৎ সিংয়ের শরণাপন্ন সলমন

মিটল বঙ্গসন্তানের সঙ্গে মান-অভিমানের পালা।

Salman Khan confirms 'Tiger 3' song with Arijit Singh, end of feud| Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 19, 2023 4:52 pm
  • Updated:October 19, 2023 4:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো বিবাদে ছেদ! সম্প্রতি গাড়ি নিয়ে সলমন খানের (Salman Khan) গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অরিজিৎ সিংকে (Arijit Singh) দেখে বিটাউনের ফটোশিকারিদের চক্ষু চড়কগাছ হয়েছিল! তাহলে কি সলমনের পরবর্তী ছবিতে গান গাইছেন অরিজিৎ? জল্পনা তখন থেকেই। বলিপাড়ার অন্দমহলে কান পাতলেই শোনা যাচ্ছিল, ‘টাইগার ৩’ (Tiger 3) ছবিতে সম্ভবত অরিজিৎ সিংকে দিয়ে গান গাওয়াবেন ভাইজান। বৃহস্পতিবার সেই জল্পনাতেই সিলমোহর বসালেন সলমন খান।

দেশের ‘সুপার-ডুপার হিট’ গায়কের থেকে আর মুখ ফিরিয়ে থাকতে পারলেন না সলমন (Salman Arijit)। অবশেষে দীর্ঘ ৯ বছরের বিবাদে ইতি। ‘টাইগার ৩’তে ‘লেকে প্রভু কা নাম’ গানটি শোনা যাবে অরিজিৎ সিংয়ের কণ্ঠস্বরে। লক্ষ্মীবারে সেই সুখবর প্রকাশ্যে নিয়ে এলেন বলিউড সুপারস্টারের মন্তব্য, “প্রথম গানের প্রথম ঝলক- ‘লেকে প্রভু কা নাম’। আর হ্যাঁ, এটা আমার জন্য গাওয়া অরিজিৎ সিংয়ের প্রথম গান। ২৩ অক্টোবর রিলিজ করব পুরো গান। ১২ নভেম্বর দিওয়ালিতে হিন্দি, তামিল, তেলুগু ভাষায় আসছে ‘টাইগার ৩’।” নিন্দুকেরা বলছেন, “গোঁসা মিটিয়ে হিট গানের জন্য সেই বঙ্গসন্তানের শরণাপন্নই হতে হল ভাইজানকে।”

Advertisement

সম্প্রতি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আহমেদাবাদে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের আগে সলমন-অরিজিৎ একমঞ্চে পারফর্ম করেছেন। ‘টাইগার ৩’-এর সুবাদেই মানভঞ্জন। বিগত ৯ বছরে একে-অপরের সঙ্গে কাজ তো দূর অস্ত, এড়িয়ে অবধি চলতেন। অনেকেই সলমনের সঙ্গে ঝামেলার পর অরিজিতের কেরিয়ার শেষ হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন। তবে লাইমলাইটের আড়ালে থেকেই দেশের এক নম্বর গায়ক হয়ে নীরবে নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন অরিজিৎ সিং। এবার ‘টাইগার ৩’র গান হিট করাতেও সেই গায়ককেই ডেকে নিলেন ভাইজান। বাংলার সলমন ফ্যানরা এই খবরে দারুণ খুশি।

[আরও পড়ুন: মহাপঞ্চমীতে দেব-প্রসেনজিৎ, আবির-কোয়েলের মহালড়াই! অগ্রিম বুকিংয়ে কার স্কোর কত?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

কী নিয়ে সলমন-অরিজিতের বিবাদ? ২০১৪ সালে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই সলমনের সঙ্গে অরিজিতের ঝামলার সূত্রপাত। ভাইজানের সঙ্গে রীতেশ দেশমুখ সেই শো সঞ্চালনা করছিলেন। অরিজিতের তখন কেরিয়ারের গোড়ার দিক। একটি গানের এডিটিং নিয়ে বেজায় ব্যস্ত ছিলেন তিনি কলকাতায়। টানা ১২-১৩ ঘণ্টা কাজের পর মুম্বইতে উড়ে যান অরিজিৎ। হোটেলে না গিয়েই সোজা সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছন। মঞ্চে যখন পুরস্কার নিতে যান অরিজিৎ, তখন তাঁর পরনে চপ্পল, ক্যাজুয়াল শার্ট দেখে সলমন খান ঠাট্টা করে বলেছিলেন- “তুই বিজেতা?” উত্তরে গায়ক বলেন- “আরে আপনারা ঘুম পাড়িয়ে দিলেন…।” খানিক অপমানিত হয়েই কিংবা ক্লান্তির চোটেই হয়তো সেদিন অরিজিৎ সেকথা বলেছিলেন। তবে তার পর থেকে দেশের শীর্ষ তালিকার গায়ক হলেও ভাইজানের ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’ থেকে বাদ পড়ে অরিজিৎ সিংয়ের গান। প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন গায়ক। তাতেও মন ভেজেনি সলমনের। এবার শেষমেশ মান-অভিমান ভুলে অরিজিৎ সিংকে দিয়ে গাওয়ালেন ‘টাইগার ৩’র ‘লেকে প্রভু কা নাম’ গানটি।

[আরও পড়ুন: ‘আমরাই শুরু করেছিলাম’, নস্ট্যালজিক ‘লক্ষ্মী কাকিমা’, দেখুন অপরাজিতা আঢ্যর পাড়ার পুজো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement