Advertisement
Advertisement
Salman Khan celebrates rumoured girlfriend Lulia Vantur's birthday

Salman Khan: ইউলিয়ার বার্থডে পার্টিতে সলমন, গভীর হচ্ছে সম্পর্ক? তুঙ্গে জল্পনা

বেশ কয়েকদিন ধরে একসঙ্গে দেখা যাচ্ছে সলমন-ইউলিয়াকে।

Salman Khan celebrates rumoured girlfriend Lulia Vantur's birthday । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 25, 2022 1:02 pm
  • Updated:July 25, 2022 1:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড তারকা সলমন খান (Salman Khan) কাকে মন দিয়েছেন? তা নিয়ে জল্পনার শেষ নেই। শোনা যায়, ইউলিয়া ভন্তুরকেই নাকি মন দিয়েছেন ‘ভাইজান’। দু’ জনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখাও গিয়েছে। রবিবার রাতেও দু’ জনকে ফের দেখা গেল একইসঙ্গে। উপলক্ষ ইউলিয়ার ৪২-তম জন্মদিন। স্বাভাবিকভাবে আরও জোরাল দু’ জনের প্রেমের জল্পনা। তবে এখনও পর্যন্ত সম্পর্কের সত্যতা স্বীকার করেননি দু’ জনের কেউই।

ইনস্টাগ্রামে ইউলিয়া (Lulia Vantur) একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে বেশ হাসিমুখে কেক কাটতে দেখা গিয়েছে তাঁকে। সরাসরি সলমনকে দেখা যায়নি সেই ভিডিওয়। তবে কেক কাটার সময়ে ইউলিয়ার ঠিক বিপরীতে দাঁড়িয়ে একজনকে হাততালি দিতে দেখা গিয়েছে। অনুরাগীদের বুঝতে অসুবিধা হয়নি যে ওই হাতটি সলমনের।

Advertisement

[আরও পড়ুন: স্রেফ অভিনয়-মডেলিংই নয়, সিনেমাতেও টাকা ঢালতেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা? সন্দেহ ইডির]

এছাড়া বেশ কয়েকটি ছবিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে সলমন ছাড়াও ভাই সোহেলকেও দেখা গিয়েছে।

Lulia Vantur‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয় সফর শুরু করেন সলমন। তবে সাফল্য তাঁর ঝুলিতে আসতে থাকে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার পর থেকে। একের পর এক ব্লকবাস্টার ছবির ভিতের উপর দাঁড়িয়ে সলমন বলিউডের ‘সুলতান’ হয়েছেন। এবার টি-সিরিজের সঙ্গে যৌথভাবে মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন। যাতে গান গেয়েছেন তাঁর বান্ধবী ইউলিয়া।

রোমানিয়ার বাসিন্দা ইউলিয়া। মুম্বইয়ে সলমন খানের সঙ্গে একাধিক জায়গায় দেখা গিয়েছে তাঁকে। বি-টাউনে গুঞ্জন, সলমনের বেশ কাছের ইউলিয়া। দু’ জনের প্রেমের কথাও একাধিকবার শোনা গিয়েছে। জন্মদিনের পার্টিতেও একসঙ্গে দু’ জনকে দেখতে পাওয়ার পর অনেকেই বলছেন, সলমন-ইউলিয়া নাকি প্রেমের জোয়ারে ভাসছেন।

[আরও পড়ুন: শেষ মুহূর্তে বদল, রাজ্য সরকারের বঙ্গবিভূষণ প্রাপকের তালিকা থেকে বাদ অমর্ত্য সেনের নাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement