Advertisement
Advertisement
Salman Khan 35 years

এক ভিডিওতেই ৩৫ বছরের বলিউড সফর, নস্ট্যালজিয়ার স্রোতে গা ভাসালেন সলমন খান

ভিডিওর শুরুতেই রয়েছে 'ম্যায়নে প্যায়ার কিয়া'র দৃশ্য।

Salman Khan celebrates 35 years in Bollywood with this nostalgic video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 27, 2023 10:58 am
  • Updated:August 27, 2023 11:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাল ১৯৮৮। মুক্তি পেল রেখার সিনেমা ‘বিবি হো তো অ্যায়সি’। তাতেই দেখা গেল রোগা ছেলেটাকে। নায়ক হিসেবে তখনও মেনে নেওয়া কঠিন। তারপরই এল ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। ব্যস বলিউডে শুরু সলমন (Salman Khan) যুগ। ৩৫টা বছর কেটে গিয়েছে কেরিয়ারের। তাতেই নস্ট্যালজিয়ার স্রোতে গা ভাসালেন ভাইজান। শেয়ার করলেন ভিডিও।

Maine Pyar Kiya
“৩৫ দিনের মতো ৩৫টা বছর কেটে গেল। এত ভালবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ”, এই ক্যাপশন দিয়েই ভিডিওটি শেয়ার করেছেন সলমন। যা শুরু হয়েছে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র দৃশ্য দিয়ে। তারপর সলমনের বিখ্যাত সংলাপ আর সিনেমার দৃশ্য দেখা গিয়েছে। ভাইজানের জনপ্রিয় ‘হুক স্টেপ’ও রয়েছে বিশেষ এই ভিডিওতে। তাতেই নস্ট্যালজিক হয়ে পড়েছেন অনুরাগীরা।

Advertisement

[আরও পড়ুন: ‘আমার থেকেও বেশি কষ্ট পেয়েছিলেন’, সত্যজিৎ রায়কে নিয়ে খোলামেলা সাক্ষাৎকার মাধবীর]

৩৫ বছরের এই কেরিয়ারে নানা বিতর্কের মধ্যে দিয়ে গিয়েছেন সলমন। শাহরুখ খানের সঙ্গে তাঁর ঝামেলা, তারপর মিটমাট। আবার ঐশ্বর্য রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক। এছাড়াও রয়েছে বেপরোয়া গাড়িতে চাপা পড়ে ফুটপাথবাসীদের মৃত্যুর মামলা, কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। কিন্তু এতকিছুর পরও বলিউডের সুলতান সলমন। তিনিই আবার ‘টাইগার’।

Salman-Khan-1
এখন দর্শকরা ‘টাইগার ৩’র অপেক্ষাতেই রয়েছে। শোনা গিয়েছে, ছবিতে ধুন্ধুমার অ্যাকশন দেখতে পাওয়া যাবে। যা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ খ্যাত হলিউড অ্যাকশন ডিরেক্টর ডিজাইন করেছেন। আবার ‘টাইগার’ সলমনকে বাঁচাতে নাকি ‘পাঠান’ শাহরুখ খানও আসবে। দুই তারকাকে ফের একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

[আরও পড়ুন: ‘নিজের বউকেই সামলাতে পারি না’, গৌরীকে নিয়ে এমন কথা কেন বললেন শাহরুখ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement