Advertisement
Advertisement
সলমন খান

‘কার্ডও ছাপা হয়েছিল, বিয়ের কিছুদিন আগেই বেঁকে বসেন সলমন’, দাবি নামী প্রযোজকের

এই অভিনেত্রীর সঙ্গে ঠিক হয়েছিল ভাইজানের বিয়ে!

Salman Khan canceled his marriage, revealed producer Sajid
Published by: Sandipta Bhanja
  • Posted:October 23, 2019 9:17 pm
  • Updated:October 23, 2019 9:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ বলে কথা। তাঁর বিয়ে নিয়ে মাথা তো ঘামাবেই সবাই। ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’-এর তকমাটা কবে ঘুচতে চলেছে সলমন খানের কপাল থেকে? এই প্রশ্নটা বোধহয় অল্প-বিস্তর সবার মনেই উঁকি দেয়। তারপর তো কার সঙ্গে বিয়ে করবেন, কোথায় বিয়ে করবেন-এহেন অজস্র প্রশ্ন জুড়েই যায় তার সঙ্গে! সুযোগ পেলেই ভাইজানের বিয়ে নিয়ে শুরু হয়ে যায় চর্চা। কারণ তিনি সম্পর্কে জড়িয়েছেন একাধিকবার। তবে, ভাগ্যের ফেরে তা আর বিয়ের পিঁড়ি অবধি গড়ায়নি। বরাবরই তাঁর বিয়ে নিয়ে ধোঁয়াশা। এবার সেই ভাইজানের বিয়ে নিয়েই বিস্ফোরক এক তথ্য দিলেন বলিউডের নামজাদা প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।

সম্প্রতি সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছন, বছর খানেক আগে সলমন নাকি একবার বিয়ের পিঁড়িতে বসতে গিয়েও বিয়ে ভেঙে দিয়েছেন। সালটা ১৯৯৯। ১৮ নভেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছিলেন ভাইজান। কিন্তু বিয়ের পাঁচ-ছয় দিন আগেই বদলে দেন তাঁর সিদ্ধান্ত। বিয়ে করবেন না বলে, হঠাৎ-ই বেঁকে বসেন! কার সঙ্গে বিয়ে করতে যাচ্ছিলেন সলমন? তা অবশ্য় খোলসা করেননি প্রযোজক সাজিদ। তবে সময়টা দেখে আন্দাজ করা যায় সেসময়ে ভাইজানের প্রেমিকা ছিলেন সঙ্গীতা বিজলানি। হয়তো তাঁর সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছিলেন। তবে তা আর হয়নি।

Advertisement

[আরও পড়ুন:  চুলবুল পাণ্ডে হয়ে ওঠার গল্প ধরা দিল ‘দাবাং থ্রি’র ট্রেলারে ]

ঠিক কী হয়েছিল? কপিল শর্মার কমেডি শোয়ে হাজির হয়ে সেই তথ্যই প্রকাশ করলেন সাজিদ নাদিয়াদওয়ালা। তিনি বলেন, নভেম্বরের ১৮ তারিখ সলমান খানের বাবা সেলিম খানের জন্মদিন। তাই ওই দিনটিতেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন সলমন। অন্যদিকে, সাজিদও নাকি সিদ্ধান্ত নেন সেদিনই বিয়ে করবেন। নিজেদের জন্য পাত্রীও ঠিক করে ফেলেন। সবকিছুই প্রস্তুত। এমনকী, বিয়ের কার্ড অবধি ছাপা হয়ে পৌঁছে গিয়েছিল আমন্ত্রিতদের কাছে। কিন্তু বিয়ের মাত্র ৫-৬ দিন আগে বেঁকে বসেন সলমন! সলমান নাকি জানিয়েছিলেন, এই মুহূর্তে তাঁর বিয়ে করার ইচ্ছে নেই। তবে সবচেয়ে মজার বিষয় হল, নিজে সিদ্ধান্ত পরিবর্তন করার পর সে আমার বিয়েতে এসে আমাকে কানে কানে বলে, বাইরে গাড়ি রাখা আছে সেটি নাও আর পালিয়ে যাও। তবে পুরোটাই ঠাট্টা করেছেন বলে মনে হয়েছে অনেকের।

[আরও পড়ুন:  মন কষাকষি শেষ, ফের এসভিএফ প্রযোজিত ছবিতে দেব ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement