Advertisement
Advertisement

Breaking News

Singham Again

দিওয়ালি ধামাকা! ‘সিংহম এগেইন’-এ সলমনের ‘দাবাং এন্ট্রি’! অজয়কেও টেক্কা?

ভাইজানের কৃপা! ওপেনিংয়ে হাফ সেঞ্চুরি হাঁকাবে 'সিংহম এগেইন'?

Salman Khan Cameo In Singham Again, Diwali box office prediction

ছবি : এক্স হ্যান্ডেল

Published by: Sandipta Bhanja
  • Posted:November 1, 2024 2:50 pm
  • Updated:November 1, 2024 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শেট্টির পুলিশি ব্রহ্মাণ্ড মানেই সারপ্রাইজ! ‘সিংহম এগেইন’ সিনেমার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। আগেভাগেই শোনা গিয়েছিল যে, সলমন খানের ‘দাবাং’ এন্ট্রিং থাকছে ছবিতে। তখন থেকেই মুখিয়ে ছিলেন অনুরাগীরা। শুক্রবার তাঁদের ইচ্ছেপূরণ হল। অজয় দেবগন, সলমনের (Salman Khan) দ্বৈরথ দেখে প্রেক্ষাগৃহের অন্দরে সিটি, হাততালি তো পড়লই, এমনকী নেটপাড়াতেও ‘চুলবুল পাণ্ডে’ ঝড়। ‘সিংহম এগেইন’ (Singham Again) সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল।

স্টার কাস্টে মহাচমক দিয়েছেন রোহিত শেট্টি। কে নেই? অজয় দেবগন, করিনা কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ থেকে অর্জুন কাপুরের মতো তারকারা রয়েছেন ‘সিংহম এগেইন’ ছবিতে। আর সেখানেই দর্শক-অনুরাগীরা পাণ্ডেজি সলমনের ‘দাবাং এন্ট্রি’ দেখে বলছেন, ‘এটাই দিওয়ালির সেরা ধামাকা!’ এখানেই শেষ নয়, শেষপাতে রোহিত শেট্টি তাঁর পরবর্তী পুলিশি ব্রহ্মাণ্ড ‘মিশন চুলবুল সিংহম’ ইঙ্গিতও দিয়ে দিলেন। যেখানে সম্ভবত একফ্রেমে অজয়-সলমনের দ্বৈরথ দেখা যাবে। সিনেমার নাম অন্তত সেদিকেই ইঙ্গিত করছে।

Advertisement

নেটপাড়ায় ভাইরাল হওয়া বেশ কিছু ছবিতে খাকি উর্দিতে দেখা গেল সলমনকে। চিরাচরিত চুলবুল পাণ্ডে স্টাইল। চোখে রোদচশমা, কলার তুলে রগরগে সংলাপ বলার ধরন। ‘সিংহম’ অজয়ের সঙ্গে রণক্ষেত্রে নেমে ভাইজানকে বলতে শোনা গেল- এবার জমবে মজা। ব্যস, দিওয়ালির মরশুমে আরও একটা ব্লকবাস্টার উপহার রোহিত শেট্টির। সিনেবিশেষজ্ঞরা অন্তত তেমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন। পয়লা নভেম্বর, দেশজুড়ে সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সিংহম এগেইন’। অগ্রিম বুকিংয়েই ঝড় তুলে ৩৩ কোটির ব্যবসা করেছে। তবে ওপেনিং ডে-তে হাফ সেঞ্চুরিও হাঁকাতে পারে এই সিনেমা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement