সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর পর খুনের হুমকি। বাড়িতে হামলা। সলমন খানের (Salman Khan) নিরাপত্তা নিয়ে চিন্তিত গোটা বলিউড। বিনোদুনিয়া থেকে প্রশাসনের অন্দরমহলে তোলপাড় পড়ে গিয়েছে ভাইজানের জন্য। খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে সলমনের বাড়িতে গিয়ে তাঁর নিরাপত্তা আশ্বস্ত করে এসেছেন। হামলাকারী বিষ্ণোই গ্যাংকে খতম করার জন্য বলিউডের সিনে সংগঠনের তরফে চিঠি গিয়েছিল মোদি-শাহর দপ্তরেও। এসবের মাঝেই কড়া নিরাপত্তায় মুড়ে শুক্রবার দেশ ছাড়লেন সলমন খান!
মুম্বই বিমানবন্দর থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, Y ক্যাটাগরির নিরাপত্তাবেষ্টিত ভাইজান। আটসাঁট নিরাপত্তায় বিমানবন্দরের অন্দরে প্রবেশ করছেন তিনি। পরনে কালো টিশার্ট, টর্নড জিন্স। চোখে রোদচশমা। ভক্ত এবং পাপারাজ্জিরা দূর থেকেই সলমন খানকে লেন্সবন্দি করলেন। কাছে যাওয়ার সুযোগ আর হল না। তাঁর সঙ্গে বিশ্বস্ত দেহরক্ষী শেরুকেও দেখা গেল। মুম্বই পুলিশ কমিশনার বিবেক ফানসলকর জানিয়েছেন, বৃহস্পতিবারই সলমন খানের নিরাপত্তা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। কিন্তু কোথায় গেলেন?
জানা গেল, ভাইজান আসলে দুবাইতে যাচ্ছেন নিজস্ব ফিটনেস ব্র্যান্ডের কাজে। কিন্তু কোথায়, কখন থাকছেন কিংবা তার কর্মসূচী কোনটাই ফাঁস করা হয়নি নিরাপত্তার খাতিরে। গত রবিবার ভোরে সলমন খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হামলা চালায় বিষ্ণোই গ্যাংয়ের দুই দুষ্কৃতী। ধরাও পড়েছে তারা। নিত্যদিন নতুন তথ্য প্রকাশ্যে আসছে হামলাকারীদের নিয়ে। এবার জানা গেল, ওই দুই দুষ্কৃতীর বন্দুকবাজির প্রশিক্ষণ নিয়েছিল বিহার থেকে। তবে এবার কড়া পুলিশি জেরায় পড়ে তাদের দাবি, গোটা কান্ডটাই নাকি প্রচারে আসার জন্য করেছে তারা। তবে এই তথ্য কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, সলমনের বাংলোয় হামলা চালানোর দায় স্বীকার করছে বিষ্ণোই গ্যাং। অন্যদিকে শিণ্ডে কড়া ভাষায় জানিয়েছেন, এই গ্যাংস্টারদের লীলা এবার সাঙ্গ হবে! অতঃপর ধৃতরা যে চরম শাস্তির মুখে পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।
View this post on Instagram
গ্যাংস্টারদের শাসানিতেও ভয় নেই ভাইজানের। সদর্পে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন সলমন খান (Salman Khan)। ইন্ডাস্ট্রির স্বজন, বন্ধুবান্ধবদেরও চিন্তা করতেও নিষেধ করেছেন। খুনের হুমকির পর থেকে বহুদিন ধরেই বুলেট প্রুফ গাড়ি, Y ক্যাটাগরির নিরাপত্তাবলয়ে থাকেন তিনি। তাই এবারেও সলমন নির্ভয়ে রয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.