সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ছবিতে তিন খান! শাহরুখ, সলমন আর আমির। না, ক্যামিও চরিত্র নয়, বরং তিন জনেই ছবির নায়ক। একেবারে অ্যাকশন প্যাকড। একবার ভাবুন তো, কীরকম চমক থাকবে সেই ছবিতে! হ্যাঁ, এরকমই এক মহাগটবন্ধনের প্ল্যান করে ফেলেছেন সলমন খান। আর সেই প্ল্যানের কথাই প্রকাশ্যে জানালেন ভাইজান।
শাহরুখের ‘পাঠান’ বা ‘জওয়ান’ ছবির মতো সলমনের ‘টাইগার ৩’ ব্যবসা করতে না পারলেও, এই ছবি বক্স অফিসে সুপারহিট। বহুদিন পর হিটের স্বাদ পেয়ে আপ্লুত সলমন খানও। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে সেই উচ্ছ্বাস চোখে পড়ল সলমনের চোখে মুখে।
সলমন জানালেন, ”পাঠান ছবিতে আমি হাজির ছিলাম। টাইগার ৩-তে শাহরুখ। আমাদের এই জুটি অনেকটা শোলের জয়-বীরুর মতো। যেখানে আমি বীরু এবং শাহরুখ জয়।” ঠিক তখনই কথায় কথায় আমির খানের প্রসঙ্গও টেনে আনলেন সলমন। আমিরের উদ্দেশে সলমন বলেন, ”গুপ্তচর নিয়ে ছবিতে আমি আর শাহরুখ তো রয়েইছি। এবার আমিরও এই দলে যোগ দিক। তিনজন একসঙ্গে এলে বক্স অফিস কেঁপে যাবে!”
গুঞ্জন বলছে, ইতিমধ্যেই সলমন নাকি ‘টাইগার ৪’ তৈরির প্ল্যান শুরু করে দিয়েছেন। খবরে রয়েছে ৩ বছর পর ‘টাইগার ৪’ মুক্তি পাবে। সেই ছবিতেই একসঙ্গে তিন খানকে দেখা যাবে নাকি, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.