Advertisement
Advertisement

Breaking News

Salman Eknath Shinde

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিণ্ডেকে নিয়ে বোনের বাড়ির গণপতি পুজোয় হাজির সলমন, দেখুন

ভাইরাল দুজনের খোশ আড্ডার ছবি।

Salman Khan arrives with Eknath Shinde at Aayush-Arpita's Ganpati puja | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 20, 2023 9:11 pm
  • Updated:September 20, 2023 9:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার থেকে দেশজুড়ে যখন গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2023) পালিত হচ্ছে, তখন সেই উৎসবের আমেজে গা ভাসিয়েছেন খোদ বলিউডের ‘ভাইজান’ সলমন খানও (Salman Khan)। মঙ্গলবার সন্ধেবেলা পৌঁছে গিয়েছিলেন আম্বানিদের বাড়ির গণেশ পুজোর অনুষ্ঠানে। আর বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে (Eknath Shinde) নিয়ে হাজির হলেন বোন অর্পিতা শর্মার বাড়ির গণপতি আরাধনায়।

ভাইজানের সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর খোশ আড্ডা দেখে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপ্পরাৎজিরা। সেসব ছবি-ভিডিও বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। ক্যাজুয়াল পোশাকেই দেখা গেল সলমনকে। পরনে নীল শার্ট আর ফরম্যাল কালো প্যান্ট। শিণ্ডের সঙ্গে অর্পিতার বাড়িতে প্রবেশ করতে দেখা গেল সলমন খানকে। অন্যদিকে আদ্যোপান্ত সাদা পোশাকে দেখা গেল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে। ফটোশিকারিদের ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড়িয়ে পোজও দিলেন সলমন-একনাথ।

Advertisement

[আরও পড়ুন: ‘আমাদের দেশ যোগ্য হাতে, নতুন যুগের সূচনা’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে মন্তব্য কঙ্গনার]

প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবারেও গণেশ পুজোর জমজমাট আয়োজন করেছেন সলমন খানের (Salman Khan) বোন অর্পিতা খান শর্মা ও আয়ুষ শর্মা (Aayush-Arpita’s Ganpati puja)। তাঁদের বাড়ির পুজোতে সলমন তো বটেই, উপস্থিত থাকেন খান পরিবারের সকলেই। সেখানেই ভাইজানের হাত ধরে পৌঁছে গেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।

[আরও পড়ুন: ‘জওয়ানি বের হবে থানায়’! সলমনের পোস্টার ছেড়ায় শাহরুখ-ভক্তদের শাস্তি পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement