Advertisement
Advertisement
Salman Arijit Singh

অবশেষে সলমনের ছবির গানে অরিজিৎ, ‘প্রভু’র নাম নিয়েই ‘টাইগার ৩’র যুগলবন্দি

এই প্রথমবার সলমনের জন্য গান গাইলেন অরিজিৎ।

Salman Khan, Arijit Singh combo in 'Tiger 3' song Leke Prabhu Ka Naam | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 23, 2023 5:34 pm
  • Updated:October 23, 2023 5:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা-কল্পনার ইতি। অবশেষে সলমন খানের সিনেমায় অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কণ্ঠ। গানের নাম ‘লেকে প্রভু কা নাম’। যেন ‘প্রভু’র নাম নিয়েই অতীতের যাবতীয় তিক্ততা ভুলে নতুন বন্ধুত্বের সূচনা করলেন নায়ক আর গায়ক।

Tiger-3-song-1

Advertisement

এই তিক্ততার সূত্রপাত হয়েছিল ২০১৪ সালে। রীতেশ দেশমুখের সঙ্গে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সূচনা করছিলেন সলমন (Salman Khan)। অরিজিতের তখন কেরিয়ারের গোড়ার দিক। একটি গানের এডিটিং নিয়ে বেজায় ব্যস্ত ছিলেন তিনি কলকাতায়। টানা ১২-১৩ ঘণ্টা কাজের পর মুম্বইতে উড়ে যান হোটেলে না গিয়েই সোজা সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছন। মঞ্চে যখন পুরস্কার নিতে যান অরিজিৎ, তখন তাঁর পরনে চপ্পল, ক্যাজুয়াল শার্ট দেখে সলমন খান ঠাট্টা করে বলেছিলেন- “তুই বিজেতা?” উত্তরে গায়ক বলেন- “আরে আপনারা ঘুম পাড়িয়ে দিলেন…।”

[আরও পড়ুন: Durgo Rawhoshyo Review: সৃজিত ও ‘ব্যোমকেশ’ অনির্বাণের দুরন্ত যুগলবন্দি! মুগ্ধ করে ‘দুর্গ রহস্য’]

এর পর দীর্ঘ ৯ বছর সলমন-অরিজিতের মুখ দেখাদেখি বন্ধ ছিল। একে-অপরের সঙ্গে কাজ তো দূর অস্ত, এড়িয়ে অবধি চলতেন। অনেকেই সলমনের সঙ্গে ঝামেলার পর অরিজিতের কেরিয়ার শেষ হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন। তবে লাইমলাইটের আড়ালে থেকেই দেশের এক নম্বর গায়ক হয়ে নীরবে নিজের ঝাঁজ বুঝিয়ে দেন অরিজিৎ সিং।

Arijit Singh, Salman Khan to perform at before India vs Pakistan match at ICC ODI World Cup 2023 | Sangbad Pratidin

কিছুদিন আগে আচমকাই সলমনের বাড়ি থেকে অরিজিৎকে বের হতে দেখা যায়। তাতেই পুরনো বিবাদ মেটার জল্পনা শুরু হয়ে যায়। এই জল্পনায় সিলমোহর দিল ‘টাইগার ৩’র ‘লেকে প্রভু কা নাম’ (Leke Prabhu Ka Naam) গান। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ এবং নিকিতা গান্ধী। গীতিকার অমিতাভ ভট্টাচার্য।

[আরও পড়ুন: মুখে ধরা গরম ধুনুচি! কোমরে গোজা আঁচল, নেচে বাজিমাত অভিনেত্রী সুমনা চক্রবর্তীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement