Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

প্রাণের প্রাণ, কলজের আধখান! অবশেষে রহস্যময়ী নারীকে প্রকাশ্যে আনলেন সলমন! কে ইনি?

'রহস্যময়ী' নারীকে সঙ্গে নিয়েই বিয়িং হিউম্যানের মেয়েদের পোশাক আনলেন সলমন।

Salman Khan and niece Alizeh Agnihotri get playful in candid shots for new photo shoot| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 9, 2023 4:06 pm
  • Updated:October 9, 2023 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ইনস্টাগ্রামে রহস্যময়ী নারীর সঙ্গে ছবি পোস্ট করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন সলমন। সলমন ভক্তরা তো ভেবেই নিয়েছিলেন, অবশেষে বুঝি নিজের প্রেমিকার সঙ্গে পরিচয় করাতে চলেছেন সলমন। তবে আপাতত সে গুড়ে বালি! প্রেমিকা নয়, বরং বোনঝি আলিজা অগ্নিহোত্রীকে প্রকাশ্য়ে নিয়ে আসলেন। আলিজাকে সঙ্গে নিয়েই বিয়িং হিউম্য়ানের মেয়েদের পোশাক লঞ্চ করলেন সলমন।

বোনঝি আলিজা অগ্নিহোত্রী। যিনি ভাইজানের বড় বোন আরভিরা খান ও অভিনেতা-প্রযোজক অতুল অগ্নিহোত্রীর মেয়ে। ‘ফারে’ ছবি দিয়েই আলিজা বলিউডে পা রাখতে চলেছেন। নভেম্বর মাসের ২৪ তারিখ রিলিজ করবে সেই ছবি।

Advertisement

 

[আরও পড়ুন: ‘মহিলাদের মৃতদেহকে ধর্ষণ করছে হামাস জঙ্গিরা’, ইজরায়েলের জন্য কাঁদছেন কঙ্গনা! উলটো সুর স্বরার]

প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই বক্স অফিসে তেমন চলছে না সলমনের ছবি। সলমনের আগের ছবি কিসি কা ভাই, কিসি কি জান তো মুখ থুবড়ে পড়েছিল। তার পর থেকেই একটা হিট পাওয়ার জন্য মুখিয়ে আছেন সলমন। এখন পুরো নজর টাইগার ৩ -এর দিকে।

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’ (Ek Tha Tiger)। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’ (Tiger Zinda Hai)। এর পর থেকেই ‘টাইগার ৩’র অপেক্ষায় ছিলেন সলমন ভক্তরা। সেই অপেক্ষার অবসান হতে চলেছে আসন্ন দিওয়ালিতে।

[আরও পড়ুন: ‘মহিলাদের মৃতদেহকে ধর্ষণ করছে হামাস জঙ্গিরা’, ইজরায়েলের জন্য কাঁদছেন কঙ্গনা! উলটো সুর স্বরার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement