সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ছবি ‘দ্য বুল’ নিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন প্রযোজক করণ জোহর। আর এর নেপথ্যে রয়েছেন সলমন খান! হ্যাঁ, ঠিকই পড়েছেন। সূত্রের খবর অনুযায়ী, সলমনের জন্যই নাকি বন্ধ হতে চলেছে ‘দ্য বুল’ ছবির শুটিং!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বেশ কয়েক বছর ধরে বক্স অফিসে ধোপে টিকছে না সলমন ম্যাজিক। পর পর তাঁর ছবি ফ্লপ। সলমনের ‘টাইগার ৩’ ছবিও আশা জাগিয়ে, অবশেষে তেমন সফল হয়নি। এরকম ভরাডুবির বাজারে সলমনের কেরিয়ারকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন প্রযোজক করণ জোহর। আর সেখান থেকেই সমস্যা শুরু।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘দ্য বুল’ ছবির শুটিং শুরুর আগে পারিশ্রমিক হিসেবে সলমন নাকি মোটা অঙ্কের পারিশ্রমিক চেয়েছেন, যা শুনে সলমনের চক্ষু চড়ক গাছ। শোনা যাচ্ছে, সলমনের চাওয়া পারিশ্রমিকের জন্য এই ছবির বাজেট তিনগুণ বেড়েছে। আর সেই কারণেই করণ নাকি আপাতত পিছিয়ে এসেছেন এই ছবির শুটিং শুরু করার ব্যাপারে। শোনা যাচ্ছে, সলমনের জন্যই নাকি ‘দ্য বুল’ ছবি তৈরি করা নিয়ে আরও বেশি সময় চাইছেন করণ। তবে এই নিয়ে আপাতত মুখ খুলতে চাননি করণ।
উল্লেখ্য, গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছে সলমনের ‘টাইগার ৩’। তিনশো কোটি টাকা বাজেটের ছবি মাত্র ৪৬৬ কোটি টাকার ব্যবসা করেছেন। ফলে আগামী দিনে ভাইজানের কামব্যাকের লড়াই বেশ কঠিন। অবশ্য তিনি ‘দাবাং’ স্টার। নিজের শর্তের সাফল্যের রাস্তা খুঁজেই নেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.