Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

একনাথ শিণ্ডের পাশে সলমন, রাজনীতিতে যোগ দিচ্ছেন ভাইজান?

ভাইরাল ভিডিও ঘিরে শুরু জোর চর্চা।

Salman Khan and Eknath Shinde attends a programme together
Published by: Sayani Sen
  • Posted:March 23, 2025 2:37 pm
  • Updated:March 23, 2025 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাদের রাজনীতিতে যোগ নতুন নয়। সিনে দুনিয়ার অনেকেরই রাজনীতিতে নয়া ইনিংস শুরু হয়েছে। এবার কি পালা বলিউডের ভাইজানের? একই অনুষ্ঠানে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের সঙ্গে পাশাপাশি দেখা গিয়েছে সলমনকে। তা নিয়ে চলছে জোর চর্চা।

আসলে গত শনিবার মুম্বইয়ের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে গিয়েছিলেন শিণ্ডে। সেখানে এক বন্ধুত্বপূর্ণ ক্রিকেট প্রতিযোগিতা চলছিল। বি টাউনের তারকাদের সঙ্গে রাজনৈতিক নেতারাও যোগ দেন ওই প্রতিযোগিতায়। ছিলেন অভিনেতা অর্জুন কাপুর, অর্জুন রামপাল, সাংসদ সুপ্রিয়া সুলে। ‘যক্ষামুক্ত ভারতে’র প্রচার কর্মসূচিতে অতিথি ছিলেন সলমন। সরকারি কর্মসূচিতে গিয়ে একনাথের পাশেই দেখা গিয়েছে সলমনকে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হাত ধরে টেনে একনাথ শিণ্ডে সলমনের পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন। যদিও উপ মুখ্যমন্ত্রীর এই আচরণে কিছুটা হকচকিয়ে যান খোদ ভাইজান। আর এই ভিডিও দেখেই ভাইজানের রাজনীতিতে যোগদানের জল্পনা মাথাচাড়া দিয়েছে। যদিও তার তেমন সত্যতা এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

Advertisement

সামনেই বড়পর্দায় সলমন ম্যাজিকের সাক্ষী হতে চলেছেন অনুরাগীরা। ‘সিকন্দর’ নিয়ে অনুরাগীদের মধ্যে তুঙ্গে উন্মাদনা। তবে ছবির প্রোমোশনে দেখা যাচ্ছে না সলমনকে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের লাগাতার হুমকির জেরে সম্ভবত কিছুটা সাবধানী সলমন। ‘সিকন্দর’ ছবির শুটিংয়েও ছিল আঁটসাঁট নিরাপত্তার বন্দোবস্ত। যা অন্যান্য কলাকুশলীদের জন্য প্রথমে বেশ অস্বস্তিরই ছিল। যদিও পরে তাতে অভ্যস্ত হন অন্যান্য তারকারা। ‘সিকন্দর’ বক্স অফিসে কতটা ছাপ ফেলতে পারে, সেদিকেই এখন নজর সিনেমহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub